শেখ হাসিনার লক্ষ্য দেশের উন্নয়ন ও নিপীড়িত মানুষের মুখে হাসি ফোটানো
……….. মেজর (অব.) রফিকুল ইসলাম বীর উত্তম এমপি
নোমান হোসেন আখন্দ /এএমএ শিহাব
শাহরাস্তির বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করা হয়েছে। গত সোমবার (১১ জানুয়ারি) দিনব্যাপী উপজেলার সুচীপাড়া যুক্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন, পাথৈর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন, দৈয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন ও নুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন করেন সাবেক স্বরাষ্টমন্ত্রী মেজর (অব.) রফিকুল ইসলাম বীর উত্তম এমপি।
তিনি তাঁর বক্তব্য বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা বিনির্মাণে তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সব মানুষকে বসবাসের সমান সুযোগ নিশ্চিত করার লক্ষ্যে কাজ করে চলেছেন। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার একমাত্র লক্ষ্য দেশের সামগ্রিক উন্নয়ন ও অসহায় নিপীড়িত নির্যাতিত মানুষের মুখে হাসি ফোটানো। সব শিক্ষার্থী যেন উন্নত পরিবেশে লেখাপড়া করতে পারে সেজন্য প্রতিষ্ঠানগুলোতে নতুন ভবন ও আধুনিকায়নের কাজ চলমান রয়েছে। সারা দেশের উন্নয়নের চিত্র তুলে ধরে তিনি বলেন, ২০৪১ সালের আগেই আমরা বিশে^র বুকে উন্নত রাষ্ট্র হিসেবে মাথা উঁচু করে দাঁড়াতে পারবো, ইনশাআল্লাহ।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র হাজি আবদুল লতিফ, উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান কামরুন নাহার কাজল, উপজেলা ভাইস চেয়ারম্যান তোফায়েল আহম্মেদ ইরান, উপজেলা আওয়ামী লীগ সিনিয়র সহ-সভাপতি ও ইউপি চেয়ারম্যান মোস্তফা কামাল মজুমদার, যুগ্ম-সম্পাদক ও সুচীপাড়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ হুমায়ুন কবির ভূঁইঁয়া, উপজেলা প্রকৌশলী রেজোয়ানুর রহমান, উপজেলা শিক্ষা অফিসার লুৎফুর রহমান, উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর মোহাম্মদ আদেল, উপজেলা আওয়ামী লীগ প্রচার ও প্রকাশনা সম্পাদক জেডএম আনোয়ার, চিতোষী পশ্চিম ইউপি চেয়ারম্যান জোবায়েদ কবির বাহাদুর, পৌর আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক আবদুল মান্নান বেপারী, স্বেচ্ছাসেবক লীগ নেতা আবু নাছের ওয়াজেদ, চিতোষী পশ্চিম ইউপি আওয়ামী লীগ সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, উপজেলা ছাত্রলীগ সভাপতি ইমদাদুল হক মিলন।
এসময় আরো উপস্থিত ছিলেন নুনিয়া সপ্রাবির সভাপতি ও নুনিয়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ দেলোয়ার হোসেন, নুনিয়া সপ্রাবির প্রধান শিক্ষক ইব্রাহিম খলিল, সুচীপাড়া যুক্ত সপ্রাবির প্রধান শিক্ষক জয়নাল আবেদীন প্রমুখ। সভায় বিভিন্ন দপ্তরের কমকর্তাবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
১৩ জানুয়ারি, ২০২১।