শাহরাস্তির মেহের দক্ষিণ ইউপির উপ- নির্বাচনে নৌকার জয়

 

 

 

নোমান হোসেন আখন্দ

শাহরাস্তির মেহের দক্ষিণ ইউনিয়নের উপ-নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মো. রুহুল আমিন বিজয়ী হয়েছেন। মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ৯টা থেকে বিকাল ৫টা পযন্ত বিরতিহীনভাবে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে এ ভোটগ্রহণ সম্পন্ন হয়। মেহের দক্ষিণ ইউনিয়নের এ উপ-নির্বাচনটি সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের একটি উজ্জল দৃষ্টান্ত।

নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত (নৌকা) প্রতীকের প্রার্থী মো. রুহুল আমিন ২ হাজার ৪শ’ ভোট পেয়ে বেসরকারিভাবে নিবাচিত হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী কাজী জাহাঙ্গীর আলম (আনারস) প্রতীকে ভোট পেয়েছেন ১ হাজার ৫শ’ ৮৯ ভোট। এছাড়া বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মাসুদ কবির পেয়েছেন ৯শ’ ৮২ ভোট।

নির্বাচনে মোট ভোটারের সংখ্যা ৭ হাজার ৪ শ’ ৪২ জন। সর্বমোট ভোট পড়েছে ৫ হাজার ২৭টি। মোট বৈধ ভোটের সংখ্যা ৪ হাজার ৯ শত ৭১টি। বাতিলকৃত ভোটের সংখ্যা ৫৬ টি, শতকরা ভোট পড়েছে ৬৭.৫৫ ভাগ।

এছাড়া চিতোষী পশ্চিম ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সাধারণ সদস্য পদে উপ-নির্বাচনে মো. কামাল হোসেন (ফুটবল) প্রতীকে ৪ শ’ ১১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জহিরুল ইসলাম (মোরগ) প্রতীকে পেয়েছেন ৪শ’ ৬ ভোট। এ ওয়ার্ডে মোট ভোটার ১ হাজার ১শ’ ২০ জন। মোট ভোট পড়েছে ৮শ’ ২৪ টি। বৈধ ভোট ৮ শ’ ১৭ টি। বাতিলকৃত ভোটের সংখ্যা ৬টি। শতকরা ভোটের হার ৭৩. ৫৭ ভাগ।

২১ অক্টোবর, ২০২০।