শাহরাস্তির রাগৈ ও মুড়াগাঁও বাজারে উচ্ছেদ অভিযান

নোমান হোসেন আখন্দ
শাহরাস্তি উপজেলা প্রশাসন সুচীপাড়া দক্ষিন ইউনিয়নের রাগৈ বাজার ও টামটা উত্তর ইউনিয়নের মুড়াগাঁও বাজারে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। বুধবার (১৮ আগস্ট) সকাল থেকে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট (আরডিসি) আজিজুন নাহার, শাহরাস্তি সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্টেট মো. আমজাদ হোসেন।
উপজেলা ভূমি অফিস সূত্রে জানা যায়, উচ্ছেদ মোকাদ্দমা নং ১৭৮, ২০১৯-২০২০, মূলে যার স্বারক নং ৬৬২, ১৪/০৭/২০২১ ইং ১ নং খাস খতিয়ান ভুক্ত নরসিংহপুর ১১৬নং মৌজার ৪০৩৩ দাগের উপর স্থাপিত রৌশা মার্কেটের ৪ টি দোকান ঘর উচ্ছেদ করা হয়। এছাড়া টামটা উত্তর ইউনিয়নের মুড়াগাঁও বাজারে ১৭৭ নং উচ্ছেদ মোকদ্দমার ২০১৯-২০২০ মূলে যার স্বারক নং ৬৬১, এর ১নং খাস খতিয়ানভুক্ত ৭৩৫ নং দাগের সম্পত্তির নির্মিত উপর ১টি দোতলা ভবনসহ ৩টি ভবন উচ্ছেদ করা হয়।
শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিরিন আক্তারের সার্বিক তত্ত্বাবধান ও দিকনির্দেশনায় এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। উচ্ছেদ অভিযানে আরো উপস্থিত ছিলেন উপজেলা ভারপ্রাপ্ত কানুনগো ও সার্ভেয়ার অহিদ উল্ল্যাহ পারভেজ, সুচীপাড়া দক্ষিণ ভূমি উপ-সহকারী কর্মকর্তা মো. আবদুল করিম ভূঁইয়া, টামটা ভূমি সহকারী কর্মকর্তা কাজী নূরুল আলম প্রমুখ।
১৯ আগস্ট, ২০২১।