
স্টাফ রিপোর্টার
গত ১৫ ফেব্রুয়ারি শাহরাস্তি উপজেলার লোটরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে অভিভাবক, শিক্ষার্থী ও অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সূচীপাড়া দক্ষিণ ইউপির চেয়ারম্যান আব্দুর রশিদ, প্রাক্তন চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গোলাম মোস্তফা, বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক হাসানুজ্জামান মানিক, সহকারী উপজেলা শিক্ষা অফিসার খাজা মাইনউদ্দিন, জহিরুল ইসলাম ও নাসরিন সুলতানা।
বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রদের মধ্যে উপস্থিত ছিলেন চাঁদপুর হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক নাজির আহম্মদ এবং চাঁদপুর মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি (বাসমাশিস) কুমিল্লা অঞ্চলের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. মাসুদুর রহমান।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কেশরাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সহ-সম্পাদক মন্জুর হোসেন সুমন, নুরুন্নেসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আসগর আলী সুমন, নরিংপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নজরুল ইসলাম, কেশরাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বেলাল হোসেন প্রমুখ।