প্রেস বিজ্ঞপ্তি
শাহরাস্তি অপরূপা নাট্যগোষ্ঠী পরিবারের উদ্যোগে সামাজিক দূরত্ব বজায় রেখে চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি ইকরাম চৌধুরীর রোগ মুক্তি কামনা করে উত্তর ঠাকুরবাজারস্থ নাট্যগোষ্ঠীর প্রধান কার্যালয়ে দোয়া অনুষ্ঠিত হয়েছে। বিশেষ দোয়া পরিচালনা করেন বিশিষ্ট আলেম মাও. মোহাম্মদ সফিউল্লাহ।
এসময় উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত সভাপতি আমরুজ্জামান সবুজ, সহ-সভাপতি শিল্পী আতাউর রহমান, সাধারণ সম্পাদক এরশাদ আলম বেপারী, সাংগঠনিক সম্পাদক সিদ্দিকুর রহমান নয়ন, দপ্তর সম্পাদক রকি সাহা, নাট্য বিষয়ক সম্পাদক আখের হোসেন, মঞ্জুর হোসেন, সাংস্কৃতিক সম্পাদক জয় জিত সরকার, প্রচার সম্পাদক শিল্পী আরমান হোসেন, শিল্পী মনির হোসেন অমি প্রমুখ। দোয়া অনুষ্ঠানে প্রবাস থেকে টেলিকনফারেন্সের মাধ্যমে অংশগ্রহণ করেন নাট্যগোষ্ঠীর প্রতিষ্ঠাতা সভাপতি, চাঁদপুর প্রেসক্লাবের আজীবন সদস্য, সাংবাদিক ও নাট্যকার মো. জাহাঙ্গীর আলম হৃদয়।
ইতোমধ্যে শাহরাস্তি অপরূপা নাট্যগোষ্ঠী পরিবারের পক্ষ থেকে সাংবাদিক ইকরাম চৌধুরীর চিকিৎসার জন্য আর্থিক সহায়তাও দেয়া হয়েছে। ০৯ জুলাই, ২০২০।