শাহরাস্তি খিলাবাজার স্কুল এন্ড কলেজের রজতজয়ন্তী


দেশের সামগ্রিক উন্নয়ন ও নিপীড়িত মানুষের মুখে হাসি ফোটানো প্রধানমন্ত্রীর একমাত্র লক্ষ্য
……..মেজর অব. রফিকুল ইসলাম বীর উত্তম এমপি

নোমান হোসেন আখন্দ
শাহরাস্তির খিলাবাজার স্কুল এন্ড কলেজের (স্কুল শাখার) রজতজয়ন্তী উৎসব ও পুনর্মিলনী, রাগৈ ইউনিয়ন ভূমি অফিস, পৌর ও মেহার দক্ষিণ ইউনিয়ন ভূমি অফিসের উদ্বোধন, সুচীপাড়া দক্ষিণ ইউনিয়নে এলজিএসপি-৩ থেকে বরাদ্দকৃত অ্যাম্বুলেন্স সার্ভিসের চাবি হস্তান্তর এবং গরিব, দুস্থ ও অসহায়দের মাঝে চিকিৎসা সহায়তা চেক বিতরণ করা হয়েছে। গত ১ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৯টা থেকে দিনব্যাপী এসব কার্যক্রমের উদ্বোধন করেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম এমপি।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা বিনির্মাণে তার সুযোগ্য কন্যা, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সব মানুষকে বসবাসের সমান সুযোগ নিশ্চিত করার লক্ষ্যে কাজ করে চলেছেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার একমাত্র লক্ষ্য দেশের সামগ্রিক উন্নয়ন, অসহায়, নিপীড়িত ও নির্যাতিত মানুষের মুখে হাসি ফোটানো। তিনি অতি শ্রীঘ্রই খিলাবাজার স্কুল এন্ড কলেজকে পরীক্ষা কেন্দ্র করার ঘোষণা দেন। সব শিক্ষার্থী যেন উন্নত পরিবেশে লেখাপড়া করতে পারে সেজন্য প্রতিষ্ঠানগুলোতে নতুন ভবন ও আধুনিকায়নের কাজ চলমান রয়েছে। এছাড়া তিনি ভূমি অফিসগুলোতে সেবার মান বৃদ্ধি ও ডিজিটাইলেজশনকরণের উপর গুরুত্বারোপ করেন।
সারা দেশের উন্নয়নের চিত্র তুলে ধরে তিনি বলেন, ২০৪১ সালের আগেই আমরা বিশে^র বুকে উন্নত রাষ্ট্র হিসেবে মাথা উঁচু করে দাঁড়াতে পারবো ইনশাআল্লাহ।
এ সময় উপস্থিত ছিলেন শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরিন আক্তার, পৌর মেয়র হাজি আবদুল লতিফ, থানার অফিসার ইনচার্জ মো. শাহআলম, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান তোফায়েল আহম্মেদ ইরান, উপজেলা প্রকৌশলী রেজোয়ানুর রহমান, খিলাবাজার স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোশারফ হোসেন, সাবেক উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবদুল মান্নান বিএসসি, উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি গোলাম মোস্তফা, প্রেসক্লাব সভাপতি কাজী হুমায়ূন কবির, উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর মোহাম্মদ আদেল, প্রচার ও প্রকাশনা সম্পাদক জেডএম আনোয়ার, সদস্য মনির হোসেন, জেলা ভূমি অফিসার্স কল্যাণ সমিতির সভাপতি আবদুল মান্নান, পৌর নায়েব মনির হোসেন, সুচীপাড়া দক্ষিণ নায়েব শফিকুর রহমান, সুচীপাড়া দক্ষিণ ইউপি চেয়ারম্যান আবদুর রশীদ, রায়শ্রী দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ডা. নিমাই চন্দ্র পাল, সাধারণ সম্পাদক ডা. আবদুর রাজ্জাক, সুচীপাড়া দক্ষিণ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নাসির হোসেন, উপজেলা যুবলীগ আহ্বায়ক আহসান মঞ্জুরুল ইসলাম জুয়েল, যুগ্ম- আহ্বায়ক ওমর ফারুক দর্জি, উপজেলা ছাত্রলীগ সভাপতি ইমদাদুল হক মিলন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুরাদ হোসেন প্রমুখ।
সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।