নোমান হোসেন আখন্দ
শাহরাস্তি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আবদুল মান্নানকে অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে পদায়ন করা হয়েছে। গতকাল ২৯ নভেম্বর চাঁদপুর জেলা পুলিশের পক্ষ থেকে লিখিত পত্রে বিষয়টি নিশ্চিত করেছেন। মো. আবদুল মান্নান শাহরাস্তি থানায় পুলিশের উপ-পরিদর্শক, হাজীগঞ্জ থানায় পুলিশ পরিদর্শক (তদন্ত), সিআইডির ওসি হিসেবে অত্যন্ত দক্ষতা, নিষ্ঠা ও আন্তরিকতার সাথে সফল ভাবে দায়িত্ব পালন করে আসছেন। যিনি শাহরাস্তিবাসীর অত্যন্ত আপনজন ও গরিবের বন্ধু পুলিশ কর্মকর্তা হিসেবে পরিচিত।
এ বিষয়ে আবদুল মান্নান জানান, আপনাদের দোয়া ও সহযোগিতা নিয়ে এ স্থানে আসতে পেরেছি। আগামি দিনগুলোতেও আপনাদের দোয়া ও ভালোবাসা চাই। সেবার মানসিকতা নিয়ে আপনাদের কল্যাণে যেন কাজ করতে পারি, সেজন্য দোয়া চাই।
৩০ নভেম্বর, ২০২০।