শাহরাস্তি পৌর নির্বাচনে ২ মেয়র ও ৪৯ কাউন্সিলর প্রার্থীর মনোনয়ন ফরম সংগ্রহ

নোমান হোসেন আখন্দ
আসন্ন শাহরাস্তি পৌরসভা নির্বাচনে মনোনয়ন ফরম বিতরনের ২য় দিনে মেয়র পদে ২ জন, সাধারণ কাউন্সিলর পদে ৩৮ জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে ১১ জন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। মেয়র পদে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন সাবেক পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন পাটোয়ারী এবং বর্তমান মেয়র ও পৌর আওয়ামী লীগের আহ্বায়ক হাজি আবদুল লতিফ।
পৌরসভার ১২টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ৩৮ জন। এছাড়া সংরক্ষিত নারী কাউন্সিলর পদে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ১১ জন প্রার্থী।
উল্লেখ্য, নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়ন দাখিলের শেষ দিন ২ ফেব্রুয়ারি, যাচাই-বাছাই ৪ ফেব্রুয়ারি, প্রার্থীতা প্রত্যাহার ১১ ফেব্রুয়ারি, প্রতিক বরাদ্দ ১২ ফেব্রুয়ারি, ও ভোটগ্রহণ ২৮ ফেব্রুয়ারি রোববার অনুষ্ঠিত হবে। শাহরাস্তি পৌরসভায় ভোটগ্রহণ হবে ইভিএম মেশিনে।
২৪ জানুয়ারি, ২০২১।