স্টাফ রিপোর্টার
শাহরাস্তি প্রেসক্লাবের আয়োজনে বার্ষিক মিলাদ মাহফিল ও প্রয়াত সাংবাদিকদের স্মরনে বিশেষ দোয়া সম্পন্ন হয়েছে। গত বৃহস্পতিবার বাদ আছর রিভারভিউ কফি পার্ক রেস্টুরেন্ট মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
শাহরাস্তি প্রেসক্লাব সভাপতি হাবিবুর রহমান ভূঁইয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নোমান হোসেন আখন্দের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহরাস্তি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. কামরুজ্জামান মিন্টু।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহরাস্তি মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. কামরুজ্জামান, পল্লী বিদ্যুতের ডিজিএম মোবারক হোসেন খাঁন, সাবেক প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. দুলাল চন্দ্র ঘোষ, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর মোহাম্মদ আদেল, চৌধুরী মোস্তফা কামাল, শাহরাস্তি মডেল থানার উপ-পরিদর্শক শেখ মাহাদী, সূচীপাড়া ডিগ্রি কলেজের সাবেক উপাধ্যক্ষ ও শাহরাস্তি প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. আবুল কালাম, প্রেসক্লাবের সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা কাজী হুমায়ুন কবির, প্রিয় চাঁদপুর নিউজ পোর্টালের সম্পাদক সাইফুল ইসলাম সিফাত, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা পুস্তক ব্যবসায়ী সমিতির সভাপতি মো. মাসুদ রানা, প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সৈয়দ আমরুজ্জামান সবুজ, সাংবাদিক ও নাট্যকার জাহাঙ্গীর আলম হৃদয়, সাংবাদিক মো. জাহাঙ্গীর আলম রতন, উপজেলা আনসার কোম্পানী কমান্ডার আ. ছাত্তার মজুমদার।
এসময় আরো উপস্থিত ছিলেন সাংবাদিক ইমতিয়াজ সিদ্দিকী তোহা, ফিরোজ বেপারী, হাসান আহমেদ বাবলু, সিদ্দিকুর রহমান নয়ন, শাখাওয়াত হোসেন হৃদয়, হানিফ মিয়াজী, বিশিষ্ট ব্যবসায়ী আদনান নোমান, পুস্তক ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হাসান সিকদার প্রমুখ।
অনুষ্ঠানে প্রয়াত সাংবাদিক আবদুর রশিদ, রেদোয়ান মোগল, আবুল খায়ের ও সদ্যপ্রয়াত শাহরাস্তি প্রেসক্লাবের সহ-সভাপতি মো. জাকির হোসাইন খাঁনের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাদ্রাসাতু সালমানাল ফারসী (রহ.) মসজিদের খতিব মাও. মো. কামরুজ্জামান। অনুষ্ঠানে প্রেসক্লাবের পক্ষ থেকে প্রয়াত সাংবাদিক জাকির হোসাইন খাঁনকে মরনোত্তর সম্মাননা গ্রহণ করেন তার ছেলে আবদুর রাজ্জাক রাজু।
সভায় মুক্তিযোদ্ধা, বিভিন্ন প্রতিষ্ঠান প্রধান, মসজিদের ইমাম, রাজনৈতিক নেতৃবৃন্দ, এতিম শিশু, গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
০৮ এপ্রিল, ২০২৩।