শাহরাস্তি ল্যাবরেটরী স্কুলের যাত্রা উপলক্ষে সাংবাদিক ও সুশীল সমাজের সাথে মতবিনিময়

নোমান হোসেন আখন্দ/মো. ইউছুপ আলী :
শাহরাস্তিতে ল্যাবরেটরী স্কুলের যাত্রা উপলক্ষে স্থানীয় সাংবাদিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাবিব উল্যাহ মারুফের সভাপতিত্বে ও সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. জহিরুল ইসলামের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন শাহরাস্তি পৌর মেয়র হাজি আবদুল লতিফ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লিটুস লরেন্স চিরান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আহছান উল্যাহ চৌধুরী, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. দুলাল চন্দ্র ঘোষ, উপজেলা কৃষি কর্মকর্তা মো. সোফায়েল হোসেন, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার, মেহের ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. মিজানুর রহমান, শাহরাস্তি প্রেসক্লাব সভাপতি কাজী হুমায়ুন করিব, সাবেক সভাপতি ও সহকারী অধ্যাপক মো. আবুল কালাম, সাধারণ সম্পাদক মো. মাসুদ রানা, সিঃ সহ-সভাপতি মঈনুল ইসলাম কাজল, যুগ্ম-সম্পাদক স্বপন কর্মকার মিঠুন, সহ-সাংগঠনিক সম্পাদক নোমান হোসেন আখন্দ, সাংবাদিক মো. হাসানুজ্জামান, রায়শ্রী (উঃ) ইউপি চেয়ারম্যান সেলিম পাটোয়ারী লিটন প্রমুখ।
সভায় বক্তারা বলেন, ল্যাবরেটরী স্কুল একদিন সারাদেশে মডেল শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে পরিচিতি পাবে। শাহরাস্তি উপজেলায় ভাল মানের শিক্ষা প্রতিষ্ঠান না থাকায় চাঁদপুর-কুমিল্লা-হাজীগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে শিক্ষার্থীরা লেখাপড়া করছে। যার কারণে মেধা সম্পন্ন ও ভালমানের শিক্ষার্থীরা এ উপজেলায় অধ্যায়ন করছে না। এ প্রতিষ্ঠানটি সেই অভাব পূরণ করবে বলে সভায় বক্তারা অভিমত ব্যক্ত করেন। এছাড়া শাহরাস্তি ল্যাবরেটরী স্কুলকে সকল ধরনের সহযোগিতা প্রদানের আশ্বাস দেন। সভায় বিভিন্ন প্রতিষ্ঠান প্রধান, ইউপি চেয়ারম্যান, প্রশাসনিক কর্মকর্তা, সুশীল সমাজের নেতৃবৃন্দ, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এছাড়াও সভা শেষে বিভিন্ন বিদ্যালয় প্রধানদের হাতে শিক্ষা উপকরণ তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।
একইদিন উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয়ে আসন্ন জেএসজি ও জেডিসি পরীক্ষা উপলক্ষে স্থানীয় সাংবাদিক ও কেন্দ্র প্রধানদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।