স্টাফ রিপোর্টার
চাঁদপুরের কৃতী সন্তান, ঢাকার প্যাসিফিক এসেসিয়েটস-এর ব্যবস্থাপনা পরিচালক ও লক্ষ্মীপুর ইউনিয়নের শাহাবুদ্দিন স্কুল ও কলেজের প্রতিষ্ঠাতা মো. শাহাবুদ্দিন অনু এবং ঢাকার বিশিষ্ট ব্যবসায়ী হাফিজ ইউ. বিপ্লবের মা আনোয়ারা বেগমের কুলখানি গতকাল শনিবার বাদআছর ঢাকার গুলশানস্থ আজাদ মসজিদে অনুষ্ঠিত হয়েছে। এর আগে গত ১৭ জুলাই চাঁদপুর ছৈয়াল বাড়ি রোডস্থ জামে মসজিদে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়।
আনোয়ারা বেগম গত ১৬ জুলাই সকাল পৌনে ১০টায় ঢাকার অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না…রাজেউন)। ওইদিন বাদআছর ঢাকার গুলশানস্থ আজাদ মসজিদে এবং বাদ এশা হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে চিশতিয়া জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমার জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজা ও দাফনে চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদ, জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ ওচমান গণি পাটওয়ারী, প্যাসিফিকের চেয়ারম্যান মো. শাহাদাত হেসেন শেখসহ বিশিষ্টজন, বিভিন্ন শ্রেণি-পেশার অগণিত মানুষ, ধর্মপ্রাণ মুসল্লিরা এবং মরহুমার আত্মীয়-স্বজনরা উপস্থিত ছিলেন। পরে তাকে চাঁদপুর পৌর কবরস্থানে দাফন করা হয়।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো প্রায় ৮৪ বছর। তিনি ৫ ছেলে, ৩ মেয়ে, পুত্রবধূ, নাতি-নাতনিসহ অনেক আত্মীয়-স্বজন ও শুভাকাক্সক্ষী রেখে গেছেন।
উল্লেখ্য, আনোয়ারা বেগম দীর্ঘদিন যাবৎ চাঁদপুর শহরের নাজির পাড়ার বাসভবনে বসবাস করতেন। তিনি ছিলেন প্রাক্তন ফুড ইন্সপেক্টর মরহুম আ. রশিদ মিয়ার স্ত্রী।
ইলশেপাড় সম্পাদকের শোক
ঢাকার বিশিষ্ট ব্যবসায়ী হাফিজ ইউ. বিপ্লবের মা আনোয়ারা বেগমের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিপ্লবের সহপাঠী ও দৈনিক ইল্শেপাড়ের প্রধান সম্পাদক রোটারিয়ান মাহবুবুর রহমান সুমন। এক শোক বার্তায় তিনি মরহুমার রুহের মাগফেরাত এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন।
এছাড়া বিপ্লবের বন্ধু ব্রিগেডিয়ার জেনারেল সেলিম, রেজাউর রহমান লিপ্টন, সাইফুল ইসলাম, সাইফুদ্দিন টুলু, তারেক এমএ ওবায়দা, শরীফ আহমেদ খান, মিজানুর রহমান সরকার, সোহেল আকবর, কবির পাটওয়ারী, মোশারফ হোসেন শামীম, খালেদ মাহমুদ মানিক, মঞ্জুর মোর্শেদ মানিক, আলম পলাশ, মাইনুদ্দিন আহমেদ কাজল, মিশন, টিটু, মেহেদী, রেজওয়ানুর রহমান পাটওয়ারী রিজু, গোলাম মর্তুজা চৌধুরী আপেল, স্বপন, ফয়সাল, মোশারফ শিকদারসহ অন্যান্যরা মরহুমা আনোয়ারা বেগমের রুহের মাগফেরাত এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন।
২৮ জুলাই, ২০১৯।