স্টাফ রিপোর্টার :
চাঁদপুর সদর উপজেলার শাহতলীতে হাজি ওহাব খান জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে গত ২ ডিসেম্বর ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়। চাঁদপুর প্রেসক্লাবের সহ-সভাপতি ও দৈনিক চাঁদপুর খবরের সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদীর সভাপতিত্বে ও হাজি ওহাব খান জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ শহিদুল ইসলামের পরিচালনায় মাহফিল প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা হাফীজুর রহমান মেজবাহ। মাহফিলে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আল-কারীম দারুল উলূম ইসলামীয়া মাদরাসার মুহতামিম মাওলানা নুরুল আমিন জিহাদি, কারীমিয়া আরাবিয়া মাদরাসার মুহতামিম হযরত মাওলানা বেলাল হোসাইন।
মাহফিলে বিশেষ মেহমান হিসেবে বক্তব্য রাখেন শাহমাহমুদপুর ইউপির চেয়ারম্যান মুহাম্মদ স্বপন মাহমুদ ও ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের সদস্য সফিক ক্বারী।
আমন্ত্রিত ওয়াজিনে কেরামদের মধ্যে বক্তব্য রাখেন শাহতলী কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত মাওলানা বিল্লাল হোসাইন, নূরপুর কেন্দ্রিয় জামে মসজিদের খতিব ও তরুণ বক্তা হাফেজ আবিদুর রহমান, মাওলানা দেলোয়ার হোসাইন।
উপস্থিত ছিলেন উত্তর শাহতলী তালতলা বাইতুল ইছলাহ জামে মসজিদের সেক্রেটারী জহিরুল হক লালু মাস্টার, হাজি ওহাব খান জামে মসজিদ কমিটির সভাপতি লিয়াকত খান, স্থানীয় সমাজসেবক ও মাহফিলের উদ্যোক্তা মো. জাহাঙ্গীর খান, শাহতলী কামিল মাদরাসার শিক্ষক মাওলানা আব্দুল হালীম গাজী, আলী আশ্বাদ গাজী, তারেক খান, সিদ্দিক বেপারী, মো. নুরুজ্জামান মুন্সী, মো. আজিজ মিজি, শিক্ষক দিদার হোসেন মিজি প্রমুখ।