
যারা গুজব ছড়াচ্ছে তাদের আইনের আওতায় আনা হচ্ছে
…………মো. মিজানুর রহমান
স্টাফ রিপোর্টার
চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নে শাহতলী জিলানী চিশতী কলেজ, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয় ও উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের যৌথ ব্যবস্থাপনায় এবং চাঁদপুর জেলা পুলিশের আয়োজনে ছেলেধরা গুজব, ইভটিজিং, বাল্যবিবাহ ও মাদক প্রতিরোধে গণসচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার দুপুর সাড়ে ১২টায় জিলানী চিশতী কলেজ মাঠে কলেজ প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মো. মিজানুর রহমান।
তিনি তাঁর বক্তব্যে বলেন, ছেলে ধরা গুজবে তোমরা কান দেবে না। যে কোন ধরনের গুজব তোমাদের চোখে পড়লে বা তোমাদের পাড়া-মহল্লায় এ ধরনের কোন বাক্য দৃষ্টি গোচর হলে সাথে সাথে পুলিশকে জানাবে। যদি তোমরা আমাদের জানাতে না পার তাহলে তোমাদের শিক্ষকদের জানাবে। শিক্ষকদের মাধ্যমে আমরা জানবো।
তিনি বলেন, বর্তমান সরকারের আমলে দেশ উন্নয়নের মহাসড়কে এগিয়ে যাচ্ছে, আর তা’ বাঁধাগ্রস্ত করতে একটা কুচক্রী মহল এ গুজব ছড়াচ্ছে। এ গুজবের বলি হচ্ছে সমাজের নিরীহ মানুষ। তাদের ছেলেধরা সন্দেহে হত্যা করে আইন নিজের হাতে তুলে নিচ্ছে অনেকেই। তাই তোমরা এ ধরনের কিছু দেখলে আইন নিজের হাতে তুলে না নিয়ে আমাদের জানাবে। আমরা ব্যবস্থাগ্রহণ করবো।
তিনি আরো বলেন, পদ্মা সেতুতে কল্লা লাগবে, এ ধরনের কথা কোন অসৎ উদ্দেশ্যের ব্যক্তি দ্বারা সমাজ অস্থিতিশীল করার জন্য করছে। আমরা তা হতে দেবো না। যারা গুজব ছড়াচ্ছে তাদের আইনের আওতায় এনে কঠোর শাস্তি দেয়া হবে। ছেলে ধরা গুজবকে আমরা প্রশ্রয় দেবো না।
মিজানুর রহমান বলেন, আমরা মাদক নিয়ন্ত্রণে কাজ করছি। মাদকের বিরুদ্ধে চাঁদপুর পুলিশ সুপার জিরো টলারেন্স ঘোষণা করেছেন। মাদক হচ্ছে একটি সামাজিক ব্যাধি। তাই এ ব্যাধির দ্বারা সমাজ আক্রান্ত হতে দেয়া যাবে না। মাদক একটা পরিবারকে শেষ করতে পারে। তোমাদের এলাকায় বা তোমাদের বাড়িতে যদি কেউ মাদক গ্রহণ করে তাহলে সাথে সাথে আমাদের সরকারি নম্বরে জানাবে। আমরা দ্রুত সময়ের মধ্যে ব্যবস্থাগ্রহণ করবো। মাদকের মতো আরেকটি সামাজিক ব্যাধি হচ্ছে বাল্যবিবাহ। অল্প বয়সে বিবাহ হলে নানা রকম সমস্যার সৃষ্টি হয়। তোমাদের এলাকায় যদি বাল্যবিবাহ হয় তাহলে তা বন্ধ করে তাদের আইনের আওতায় আনতে হবে। তোমরা যেখানেই শুনবে বাল্য বিবাহ হচ্ছে সাথে সাথে আমাদের জানাবে। আমরা সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদকের বিরুদ্ধে সবসময় কাজ করে যাচ্ছি।
বিদ্যালয় গভর্নিং বডির চেয়ারম্যান, দৈনিক চাঁদপুর খবরের সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদীর সভাপতিত্বে এবং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবুল কালাম আজাদের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ মো. নাসিম উদ্দিন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শাহতলী কামিল মাদরাসর অধ্যক্ষ মাও. মোহাম্মদ বিলাল হোসাইন, জিলানী চিশতী কলেজে অধ্যক্ষ মো. হারুন-অর রশিদ, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নেপাল চন্দ্র কর্মকার, উত্তর শাহতলী যোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনির হোসেন, মধ্য শাহতলী কাদেরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা তহমিনা আক্তার, শাহমাহমুদপুর ইউপি মেম্বার ফিরোজা বেগম।
এসময় উপস্থিত ছিলেন জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য মাও. আব্দুল হালিম গাজী, ৪নং ওয়ার্ড মেম্বার মো. সফিক কারী, উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য মো. আবুল কাশেম কারীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সমাবেশ শেষে অতিরিক্ত পুলিশ সুপার মো. মিজানুর রহমানের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালি কলেজ ক্যাম্পাস প্রদক্ষিণ করে।
৩০ জুলাই, ২০১৯।