শাহ্তলী জোবাইদা বালিকা উবি’র নবাগত সভাপতি সোহেল রুশদীকে সংর্বধনা

 

স্টাফ রিপোর্টার

চাঁদপুর সদর উপজেলার উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের এডহক  কমিটির নবাগত সভাপতি ও দৈনিক চাঁদপুর খবরের সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। গত ১ নভেম্বর দুপুর ১২টায় চাঁদপুর প্রেসক্লাব ভবনের ২য় তলায় এলিট চাইনিজ রেস্টুরেন্টে সংবর্ধনা অনুষ্ঠানে উত্তর শাহ্তলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নয়ন চন্দ্র দাসের সভাপতিত্বে বক্তব্য রাখেন সংবর্ধিত অতিথি সোহেল রুশদী।

তিনি তার বক্তব্যে বলেন, আমি প্রথমেই শ্রদ্ধার সাথে স্মরণ করছি বালিকা বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা শিক্ষাবিদ মরহুম মাওলানা এটি আহমেদ হোসাইন রুশদীকে। যিনি ১৯৪৮ সালে  নারী শিক্ষার উন্নয়নে এ অঞ্চলে এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করে গেছেন। ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপিকে। যার সহযোগিতায় আমরা এ প্রতিষ্ঠানে একটি ৪তলা বিশিষ্ট একাডেমিক ভবন পেয়েছি। বিশেষ করে শিক্ষামন্ত্রীর সহযোগিতায় এ এলাকায় প্রায় সবগুলো প্রতিষ্ঠানই উন্নয়নের আওতায় এসেছে।

১৯৪৮ সাল থেকে অনেক সভাপতি ও প্রধান শিক্ষক এসেছেন। তারা সবাই আন্তরিকতার সাথে কাজ করেছেন চেষ্টা করেছেন। বিদ্যালয়ের উন্নয়নমূলক কাজে প্রকাশ্যে অপ্রকাশ্যে অনেক ত্যাগ স্বীকার করতে হয়। আপনাদের সবার সহযোগিতায় এবং এলাকাবাসী ও রুশদী পরিবারের অবদানে কারণেই এই প্রতিষ্ঠানে নতুন ভবন করা সম্ভব হয়েছে। প্রতিষ্ঠানের উন্নয়নের স্বার্থে সবসময়ই আমি ত্যাগ স্বীকার করতে প্রস্তুত রয়েছি।

তিনি আরো বলেন, এ প্রতিষ্ঠানের ফলাফল সাফল্যজনক। এই ফলাফলের ধারাবাহিকতা আপনাদের ধরে রাখতে হবে। যে কোন প্রতিষ্ঠানের প্রাণ হচ্ছে শিক্ষার্থী। সেই সাথে মানোন্নয়নে হচ্ছে ফলাফল। শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করতে হবে। এ প্রতিষ্ঠানের শিক্ষকরা অনেক আন্তরিক, উনারা আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছে। যার কারণে সাফল্যজনক ফলাফল অর্জন করে আসছে। প্রতিষ্ঠানের উন্নয়নের স্বার্থে যা যা করা দরকার তাই করব। আমি আপনি সবার উর্ধ্বে প্রতিষ্ঠান। এ বিদ্যালয়ের উন্নয়নে সর্বক্ষেত্রে আমার পূর্ণ সহযোগিতা থাকবে। তবে বিদ্যালয়ের ডিসিপ্লিন থাকবে হবে। জবাবদিহিতা ও চেইন অব কমান্ড মানতে হবে। এ ক্ষেত্রে আমি জিরো টলারেন্স দেখাবো।

তিনি বলেন, বর্তমান সরকার শিক্ষার উন্নয়নে নিরলসভাবে কাজ করছে। শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী করোনাকালীন সময়ে অনলাইন ক্লাস, সংসদ বাংলাদেশ টেলিভিশনে ক্লাস প্রচার বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বাস্তবায়ন করতে হবে। এ সময়ে অভিভাবক ও ছাত্রীদের সাথে মোবাইলে কিংবা বাড়ি-বাড়ি গিয়ে খোঁজখবর রাখতে হবে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক নয়ন চন্দ্র দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষিকা নাজমা আক্তার, শিক্ষক মাওলানা রফিকুল ইসলাম, মো. সোহরাব হোসেন, অভিভাবক প্রতিনিধি সদস্য মাওলানা মিজানুর রহমান, শিক্ষক প্রতিনিধি সদস্য মোসাম্মৎ রুবিনা আক্তার প্রমুখ।

উপস্থিত ছিলেন শাহ্তলী কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ বিলাল হোসাইন, জিলানী চিশতী কলেজের অধ্যক্ষ মো. হারুন-অর রশিদ, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নেপাল চন্দ্র কর্মকার, উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবুল কালাম আজাদ, মধ্য শাহতলী কাদেরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা তহমিনা আক্তার, উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো. ইদ্রিস আলী, মেহেরুন নেছা, দীপঙ্কর দে, মো. নেছার আহমেদ, সহকারী লাইব্রেরিয়ান মাওলানা আব্দুল মান্নান, অফিস সহকারী মাওলানা মামুন হোসাইন প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়। পরে নবাগত সভাপতি সোহেল রুশদীকে বিদ্যালয়ের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান বিদ্যালয়ের প্রধান শিক্ষক নয়ন চন্দ্র দাসসহ শিক্ষক-কর্মচারীবৃন্দ।

শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন উত্তর শাহ্তলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির অভিভাবক সদস্য মাওলানা মিজানুর রহমান।

৫ নভেম্বর, ২০২০।