প্রশ্ন ফাঁসের প্রচারণার মাধ্যমে
নোমান হোসেন আখন্দ
শাহ্রাস্তিতে মোবাইল ফোনের ফেসবুক পেজে পোস্টের মাধ্যমে প্রশ্ন ফাঁস হয়েছে বলে প্রচার করে প্রতারণার মাধ্যমে অর্থ আদায়কারী মুহিতুল ইসলাম হীরা (১৯) নামে এক যুবককে আটক করেছে চাঁদপুর ডিবি পুলিশ। বর্তমানে ঐ যুবক চাঁদপুর জেলহাজতে রয়েছে।
চাঁদপুর ডিবি ওসি মো. নুর হোসেন মামুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত ৩১ অক্টোবর চলতি জেএসসি পরীক্ষার আগের দিন রাত ৮টা ৩০ মিনিটে চাঁদপুর ডিবি পুলিশের পরিদর্শক মো. মহিউদ্দিন উপজেলার টামটা উত্তর ইউনিয়নের বলশীদ দক্ষিণ পাড়া পাটোয়ারী বাড়ি থেকে তাকে আটক করে। পুলিশ জানায়, চলতি জেএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে বলে প্রচার করে ফেসবুক পেজে পোস্টের মাধ্যমে প্রতারণাপূর্বক অর্থ আদায়ের সে পরিকল্পনা করছিল। তার কাছ থেকে ৩টি এনড্রোয়েড মোবাইল সেট ও মোবাইলে সংরক্ষিত চলতি জেএসসি পরীক্ষার প্রশ্নপত্রের ফাঁসের বিষয়ে প্রতারণা মূলক ফেসবুক পোস্ট করা অবস্থায় পাওয়া যায়। আদালতে মুহিতুল ইসলাম হীরা ফেসবুক পেইজের মাধ্যমে প্রশ্ন ফাঁস হয়েছে প্রতারণাপূর্বক অর্থ আদায়ের বিষয়টি স্বীকার করেছে।
হীরার বাবা মো. আবুল খায়ের হোসেনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন সহকারী শিক্ষক। মুহিতুল ইসলাম হীরা শাহ্রাস্তির মেহার ডিগ্রি কলেজের এইচএসসি ২য় বর্ষের ছাত্র।