শাহরাস্তি ব্যুরো
শাহ্রাস্তিতে চাঁদপুর-৫ নির্বাচনী এলাকার আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহান মুক্তিযুদ্ধের ১নং সেক্টর কমান্ডার ও বর্তমান সংসদ সদস্য মেজর (অব.) রফিকুল ইসলাম বীর উত্তমের নৌকা প্রতীককে বিজয়ী করার লক্ষ্যে সাবেক যুবলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ মতবিনিময় সভা ও আনন্দ র্যালি বের হয়। গতকাল বৃহস্পতিবার বিকাল ৪ টায় সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা রুস্তম আলীর বাড়িতে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় নেতৃবৃন্দ বলেন, উপজেলার সর্বস্তরের আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দকে সমন্বয় করে ঐক্যবদ্ধভাবে কাজ করে নৌকার বিজয় অর্জন করতে হবে। মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তমের ঘনিষ্ঠ সহচর মশিউর রহমান শাহিন ভাইকে আমরা পূর্বের ন্যায় স্যারের সাথে দেখতে চাই। সকলে ঐক্যবদ্ধ হয়ে মেজর রফিকুল ইসলামের নৌকা প্রতীককে বিজয়ী করে জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এ আসনটি আমরা উপহার দেবো ইনশাআল্লাহ।
পৌর যুবলীগের সাবেক আহ্বায়ক শাহ এনামুল হক কমলের সভাপতিত্বে,সাবেক উপজেলা ছাত্রলীগ নেতা ইসকান্দার মির্জা সুমনের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক রাশেদুল করিম খোকন, সাবেক পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক প্রভাংশু বিমল দাস সুমন, ছাত্রলীগ নেতা শরীফ হোসেন হেলালী, মোজাম্মেল হোসেন কাজল, এনামুল হক মনির, যুবলীগ নেতা সাখাওয়াত হোসেন, আলী হোসেন, জাকির হোসেন, আবু ইউছুফ মামুন, আইয়ুব, মনিরুজ্জামান বাবু, পারভেজ, রায়হান, শাহ পরান, তুহিন, ফখরুল ইসলাম, রুবেল হোসেন প্রমুখ।

