নোমান হোসেন আখন্দ
শাহ্রাস্তি উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান মো. কামরুজ্জামান মিন্টু শপথগ্রহণ করেছেন। গতকাল রোববার দুপুর ১টায় চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের মিলনায়তনে এ শপথগ্রহণ অনুষ্ঠিত হয়। শপথ বাক্য পাঠ করান চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মোহাম্মদ আবদুল মান্নান।
এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের অতিরিক্ত সচিব ও স্থানীয় সরকার বিভাগের পরিচালক দীপক চক্রবর্তী, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) শংকর রঞ্জন সাহা, স্থানীয় সরকার বিভাগীয় কমিশনার উপ-পরিচালক শ্রাবস্তী রায়, শাহ্রাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাবিব উল্যাহ মারুফ।
চট্টগ্রাম বিভাগীয় কমিশনার তার বক্তব্যে বলেন, সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সহিত অর্পিত দায়িত্ব পালন করবেন। এ শপথ নয় আন্তরিক মনোভাব ও মানুষের জন্য কাজ করার দৃঢ় শপথ করতে হবে। তবেই দেশ ও জাতির কল্যাণের জন্য জনগণের একজন প্রকৃত সেবক হিসেবে জনগণের অন্তরে স্থান করে নিতে পারবেন।
নব-নির্বাচিত উপজেলার চেয়ারম্যান কামরুজ্জামান মিন্টু তার প্রতিক্রিয়ায় বলেন, জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্টমন্ত্রী মেজর (অব.) রফিকুল ইসলাম বীর উত্তমের প্রতি আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। সে সাথে চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি/সম্পাদক শাহ্রাস্তি উপজেলা আওয়ামী লীগসহ সব সহযোগী সংগঠন ও শাহ্রাস্তি উপজেলাবাসীর প্রতি কৃতজ্ঞতা। সেই সাথে আমার উপর অর্পিত দায়িত্ব যেন পালন করতে পারি সেজন্য সবার সহযোগিতা ও দোয়া কামনা করছি।
শপথগ্রহণ শেষে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার নব-নির্বাচিত শাহ্রাস্তি উপজেলা চেয়ারম্যানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

