নোমান হোসেন আখন্দ
চাঁদপুর-৫ (শাহ্রাস্তি-হাজীগঞ্জ) আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতিকের প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য মেজর অব. রফিকুল ইসলাম বীর উত্তম হযরত শাহ্ শরীফ ও হযরত পীর বোগদাদী শাহ্রাস্তি (রহ.) মাজার জিয়ারতের মাধ্যমে তার নির্বাচনী কার্যক্রম শুরু করেছেন।
গতকাল মঙ্গলবার বেলা ৩টায় চিতোষীর হযরত শাহ্ শরীফ (রহ.) মাজার জিয়ারত করেন। এছাড়া বিকাল ৪টায় হযরত পীর শাহ্রাস্তি বোগদাদী (রহ.) এর মাজার জিয়ারত করেন।
এ সময় তার সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. কামরুজ্জামান মিন্টু, উপজেলা আওয়ামী লীগ সভাপতি মো. ফরিদ উল্লাহ চৌধুরী, শাহ্রাস্তি পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের আহ্বায়ক হাজি আব্দুল লতিফ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ এম.এ আউয়াল মজুমদার, সাংগাঠনিক সম্পাদক চৌধুরী মো. মোস্তফা কামাল, যুগ্ম সম্পাদক খোকন সরকার, উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা সদস্য কাজী হুমায়ন কবির, আইন বিষয়ক সম্পাদক অ্যাড. ইলিয়াছ মিন্টু, প্রচার ও প্রকাশনা সম্পাদক জেড.এম আনোয়ার, উপজেলা যুবলীগের আহ্বায়ক আহসান মঞ্জুরুল ইসলাম জুয়েল, যুগ্ম আহ্বায়ক ও ইউপি চেয়্যারম্যান ওমর ফারুক দর্জি, যুগ্ম আহ্বায়ক মাহফুজুল কবির, উপজেলা ছাত্রলীগ সভাপতি ইমদাদুল হক মিলন।
এ সময় অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান আবু ইউছুফ পাটোয়ারী, ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মো. আবুল হোসেন, সাধারণ সম্পাদক আজিজুর রহমান মানিক, টামটা দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মো. শফিকুর রহমান মজুমদার প্রমুখ। এছাড়া বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

