স্টাফ রিপোর্টার
আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি আজ চাঁদপুর আসছেন। তিনি আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় চাঁদপুরের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন। বেলা সাড়ে ১২টায় চাঁদপুর মেডিকেল কলেজের প্রথম ব্যাচের ওরিয়েন্টশন ক্লাসের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন। এরপর দুপুর আড়াইটায় হাইমচর উপজেলা আওয়ামী লীগ ও ইউনিয়ন আওয়ামী লীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সাথে সাক্ষাত ও নির্বাচন পরবর্তী শুভেচ্ছা বিনিময় করবেন। রাত ৮টায় চাঁদপুর শহরের জেএম সেনগুপ্ত রোড কদমতলাস্থ বাসভবনে চাঁদপুর-৩ নির্বাচনী এলাকার সাধারণ জনগণ ও দলীয় নেতা-কর্মীদের, চাঁদপুর পৌর আওয়ামী লীগ, সাংস্কৃতিক ব্যাক্তিত্ব এবং পেশাজীবীদের সাথে শুভেচ্ছা বিনিময় করবেন।
কাল শুক্রবার সকাল সাড়ে ১০টায় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি চাঁদপুর সদর উপজেলা আওয়ামী লীগ ও ইউনিয়ন আওয়ামী লীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের সাথে সাক্ষাত ও নির্বাচন পরবর্তী শুভেচ্ছা বিনিময় করবেন। রাত ৮টায় জেএম সেনগুপ্ত রোড কদমতলাস্থ বাসভবনে চাঁদপুর-৩ নির্বাচনী এলাকার সাধারণ জনগণ, দলীয় নেতাকর্মী, চাঁদপুর সদর উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের সাথে সাক্ষাত ও নির্বাচন পরবর্তী শুভেচ্ছা বিনিময় করবেন।
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি শনিবার সকাল ৯টায় চাঁদপুর থেকে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হবেন।
- Home
- প্রথম পাতা
- শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি আজ চাঁদপুর আসছেন