স্টাফ রিপোর্টার
আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি আগামিকাল চাঁদপুর আসছেন। তিনি আগামিকার শুক্রবার সকাল ৮টায় গণভবন থেকে চাঁদপুরের উদ্দেশ্যে যাত্রা করবেন। সকাল ১১টায় চাঁদপুর টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ভবন উদ্বোধন করবেন। দুপুর সাড়ে ১২টায় আউটার স্টেডিয়ামে অরুন নন্দী সুইমিংপুলে ১১তম সাঁতার প্রতিযোগিতার উদ্বোধন এবং এরপরই চাঁদপুর স্টেডিয়ামে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মৎস্য মেলার উদ্বোধন করবেন তিনি।
শিক্ষামন্ত্রী দুপুর ১টায় চাঁদপুর হাসান আলী উচ্চ বিদ্যালয় মাঠে বৃক্ষমেলার উদ্বোধন এবং বিকাল ৩টায় হাইমচের উপজেলা আওয়ামী লীগের আয়োজনে দলের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন।
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বিকাল ৫টায় চাঁদপুর প্রেসক্লাবে সাংবাদিক সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। ৬টায় চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে গুণীজন সংবর্ধনা অনুষ্ঠান এবং সন্ধ্যা ৭টায় জেলা প্রশাসক পান্ডুলিপি উদ্বোধন করবেন এবং রাত ৮টায় চাঁদপুর পৌর আওয়ামী লীগ আয়োজিত বাংলাদেশ আওয়ামী লীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে যোগ দিবেন। রাত সাড়ে ৮টায় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ঢাকার উদ্দেশ্যে চাঁদপুর ত্যাগ করবেন।
শিক্ষামন্ত্রীর সহকারী একান্ত সচিব মফিজুর রহমান এসব তথ্য নিশ্চিত করেন।
১৮ জুলাই, ২০১৯।