স্টাফ রিপোর্টার
আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি আজ চাঁদপুর আসছেন। তিনি আজ মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় চাঁদপুরের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন। বেলা ১১টায় চাঁদপুর জেলা সার্কিট হাউজে উপস্থিত থাকবেন।
বেলা ১১টা ১০ মিনিটে ষোলঘর উচ্চ বিদ্যালয়ে চ্যানেল আই’র জন্মদিন উপলক্ষে গাছের চারা বিতরণ অনুষ্ঠানে যোগদান করবেন। বেলা সাড়ে ১১টায় জেলা শিল্পকলা একাডেমীতে পদক্ষেপ বাংলাদেশের উদ্যোগে আন্তর্জাতিক উলিশ পর্যটন ও উন্নয়ন উৎসব-২০১৯ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করবেন। দুপুর ১টায় পুরাণবাজার মধূসুধন উচ্চ বিদ্যালয়ে ধারাবাহিক মূল্যায়নের পাইলট প্রকল্পের কার্যক্রম উদ্বোধন করবেন। বিকেল ৪টায় চাঁদপুর স্টেডিয়ামে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগদান করবেন। বিকেল সাড়ে ৪টায় চাঁদপুর জেলা আওয়ামী লীগের কার্যালয় উদ্বোধন করবেন। সন্ধ্যা ৬টায় জেলা শিল্পকলা একাডেমীতে চতুরঙ্গ ইলিশ উৎসবের অংশগ্রহণ করবেন। সন্ধ্যা সাড়ে ৬টায় একই স্থানে জেলা প্রশাসকের পান্ডুলিপি উন্মোচন। সন্ধ্যা ৭টায় একইস্থানে জেলা প্রশাসকের উদ্যোগে গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান করবেন।
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি রাত সাড়ে ৮টায় চাঁদপুর থেকে ঢাকার উদ্দেশে রওয়ানা হবেন।
০১ অক্টোবর, ২০১৯।
