স্টাফ রিপোর্টার
আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি আজ চাঁদপুর আসছেন। তিনি আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৩টায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট থেকে চাঁদপুরের উদ্দেশে যাত্রা করবেন। সন্ধ্যা সাড়ে ৬টায় চাঁদপুর জেলা সার্কিট হাউজে উপস্থিত থাকবেন।
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি সন্ধ্যা ৭টায় পুরাণবাজার হরিসভা সংলগ্ন নদী ভাঙ্গন কবলিত স্থান পরিদর্শন করবেন। রাত সাড়ে ৮টায় চাঁদপুর-৩ নির্বাচনী এলাকার সাধারণ জনগণ ও দলীয় নেতা-কর্মীদের সাথে মতবিনিময় করবেন। কাল বুধবার সকাল ৬টায় চাঁদপুর থেকে ঢাকার উদ্দেশে রওয়ানা হবেন।