শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি কাল চাঁদপুর আসছেন

স্টাফ রিপোর্টার
বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি আগামিকাল চাঁদপুর আসছেন। তিনি কাল শুক্রবার সকাল ৮টায় ঢাকা পাগলা কোস্টগার্ড নৌ অফিস থেকে চাঁদপুরের উদ্দেশে যাত্রা করবেন। সকাল পৌনে ১০টায় চাঁদপুর সার্কিট হাউজে গার্ড অব অনার গ্রহণ করবেন। সকাল ১০টায় জেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় ভোটার দিবস উপলক্ষে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন।
বেলা সাড়ে ১১টায় পুরাণ বাজার বেগম ইন্ড্রাস্ট্রিজের স্বত্বাধিকারী আমেনা বেগমের মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া অনুষ্ঠানে অংশগ্রহণ। দুপুর ১২টায় মাইনুদ্দিনের বিয়ের অনুষ্ঠানে যোগদান করে দুপুর ২টায় ঢাকার উদ্দেশে রওয়ানা হবেন।