শিক্ষার্থীদের মাঝে সচেতনতা সৃষ্টিতে চাঁদপুর হাসান আলী সরকারি উবিতে মুক্ত আলোচনা

sdr

স্টাফ রিপোর্টার
ট্রাফিক আইন, ইভটিজিং ও সোস্যাল মিডিয়া সম্পর্কে ছাত্রদের মাঝে সচেতনতা সৃষ্টিতে মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়েছে। জেলা পুলিশের আয়োজনে গতকাল শনিবার সকাল ১১টায় প্রথম সেশন ও দুপুর ১২টায় দ্বিতীয় সেশনে হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়ের ছাত্রদের উপস্থিতিতে মুক্ত আলোচনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জাহেদ পারভেজ চৌধুরী।
তিনি বক্তব্যে বলেন, কোনভাবেই এফবিতে অপরিচিত কারো সাথে ফ্রেন্ডশিপ করবে না। অপরিচিতদের সাথে সম্পর্কের কারণে তুমি ও তোমার পরিবার হয়রানি হবে। আমি মনে করি তোমরা সচেতন হলে জীবনে কোন সময়ে বিপদে পড়বে না। তোমরা ইভটিজিংয়ের মতো খারাপ কাজে জড়াবে না। তোমার কোন বন্ধু যাতে এ কাজে না জড়ায় সেদিকেও খেয়াল রাখবে। কারণ ইভটিজিংয়ের শিকার তোমার বোনও হতে পারে, তাই সাবধান।
তিনি আরো বলেন, আমাদের দেশের বেশিরভাগ চালক প্রশিক্ষিত নয়, তাই দুর্ঘটনা বেশি ঘটে। ট্রাফিক আইন সম্পর্কে তোমাদের ধারণা রাখতে হবে। ট্রাফিক আইন ভঙ করা যাবে না।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ মো. নাসিম উদ্দিন ও ট্রাফিক সার্জেন্ট আব্দুল্লা আল নোমান।
এসআই মো. ইসমাইল হোসাইন জুয়েলের পরিচালনায় শিক্ষার্থীরা জারি গান ও ইভটিজিংয়ের উপর একটি নাটিকা উপস্থাপন করে।

২১ জুলাই, ২০১৯।