স্টাফ রিপোর্টার
বাংলাদেশ শিল্পকলা একাডেমি কর্তৃক জাতীয় পর্যায়ের পাশাপাশি দেশব্যাপী জেলা পর্যায়ে সাংস্কৃতিক অঙ্গনের বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি স্বরূপ ‘জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা পদক’ চালু করেছেন। ২০১৩ সাল থেকে জেলা পর্যায়ে ১০টি ক্যাটাগরিতে ৫ জন গুণী শিল্পী ও সংগঠককে চূড়ান্ত করে আনুষ্ঠানিকভাবে এ সম্মাননা পদক প্রদান করে আসছে।
বাংলাদেশ শিল্পকলা একাডেমি, চাঁদপুর জেলা শাখার ব্যবস্থাপনায় ২০১৩ সাল থেকে জেলা পর্যায়ে ‘শিল্পকলা একাডেমি সম্মাননা পদক’ চালু করেছে। ইতোমধ্যে চাঁদপুরের ২০ জন সৃজনশীল সংগঠক ও শিল্পীকে সাংস্কৃতিক অঙ্গনে বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ ‘জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা পদক’ প্রদান করা হয়েছে।
আগামি শুক্রবার সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ২০১৭ ও ২০১৮ সালের জন্য মনোনীত ১০ জন সাংস্কৃতিক সংগঠক ও শিল্পী এ সম্মাননা পাচ্ছেন। আনুষ্ঠানিকভাবে সম্মাননা পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি উপস্থিত থাকবেন।
জেলা প্রশাসক ও জেলা শিল্পকলা একাডেমির সভাপতি মো. মাজেদুর রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন পুলিশ সুপার জিহাদুল কবির, জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদ এবং সাধারণ সম্পাদক আবু নঈম পাটোয়ারী দুলাল।
২০১৭ সালের জন্য ‘জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা পদক’ পাচ্ছেন- কাজী শাহাদাত (সৃজনশীল সংগঠক), গৌরাঙ্গ সাহা (সঙ্গীত), শরীফ চৌধুরী (নাট্যকলা), গোবিন্দ মন্ডল (যাত্রা পালা) ও পীযুষ কান্তি রায় চৌধুরী (আবৃত্তি)।
২০১৮ সালের জন্য ‘জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা পদক’ পাচ্ছেন- মুখলেছুর রহমান মুকুল (সাহিত্য), চম্পক সাহা (সঙ্গীত), চন্দন সরকার (নাট্যকলা), বাবুল কৃষ্ণ বিশ্বাস (যন্ত্র সঙ্গীত) ও রাখাল চন্দ্র মজুমদার (সৃজনশীল সংগঠক)।
মূলতঃ এটি রাষ্ট্রীয় পর্যায়ের সম্মাননা। বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে থাকা বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মাধ্যমে দেশব্যাপী সংস্কৃতি অঙ্গনে বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ প্রতি বছর জেলা পর্যায়ে ৫ জনকে মনোনীত করা হয় জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা পদক প্রাপ্তির জন্য।
১৮ জুলাই, ২০১৯।