কচুয়া ব্যুরো :
এনবিআর’র সাবেক চেয়ারম্যান ও আগামি জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-১ (কচুয়া) আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী আলহাজ মো. গোলাম হোসেনের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার উপজেলার হাশিমপুরে আওয়ামী লীগের উদ্যোগে সাচার, পাথৈর, বিতরা, পূর্ব সহদেবপুর, পশ্চিম সহদেবপুর, কচুয়া উত্তর ও কাদলা ইউনিয়ন আওয়ামী লীগের কর্মী সভার আয়োজন করা হয়। কর্মী সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন এনবিআর’র সাবেক চেয়ারম্যান ও সচিব আলহাজ মো. গোলাম হোসেন।
এসময় তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনার দর্শন দেশ ও মানুষের উন্নয়ন। স্বপ্নকে বাস্তবায়ন করে দেশের সমৃদ্ধি শেখ হাসিনার রাজনৈতিক দর্শন। ত্যাগী কর্মীদের মূল্যায়নের মাধ্যমে কচুয়ার আওয়ামী লীগকে সংগঠিত করতে তৃণমূল কর্মী-সমর্থকদের মূল্যায়ন করতে হবে। ২০১৮ সালের জাতীয় নির্বাচনে আওয়ামী লীগকে বিজয়ী করতে সবাইকে একসাথে কাজ করতে হবে। কচুয়াবাসী যাকে চাইবে আওয়ামী লীগ তাকেই নমিনেশন দিবে।
সাচর ইউনিয়ন আওয়ামীগের সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে ও পৌর আওয়ামী লীগের সদস্য মঞ্জুর আহমেদ সুজনের পরিচালনায় কর্মী সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান হাতেম, সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ডা. আব্দুল মালেক, কচুয়া সদর দক্ষিণ ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা জসিম উদ্দিন লিটন, আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান মিঠু, সাধারণ সম্পাদক মো. শাহদাত হোসেন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ হারুনুর রশিদ, আ. রব মোল্লা আওয়ামী লীগ নেতা বাবুল সর্দার, মো সফিউল্লাহ, সোলাইমান, নারী নেত্রী সুফিয়া মেম্বার, শামিমা আক্তার সীমা, উপজেলা যুবলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক লোকমান হোসেন, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইসমাইল হোসেন লিটন, ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি মামুন চৌধুরী, ইউনিয়ন যুবরীগের সভাপতি মাহবুবুর রহমান, সাধারণ সম্পদক ওমর ফারুক, যুবলীগ নেতা জাহাঙ্গীর দেওয়ান, শ্রমিক লীগ নেতা মোশারেফ হোসেন ভূঁইয়া, আবু তাহের মেম্বার প্রমুখ।
- Home
- প্রথম পাতা
- শেখ হাসিনার দর্শন দেশ ও মানুষের উন্নয়ন : আলহাজ মো. গোলাম হোসেন