মোহাম্মদ হাবীব উল্যাহ্ :
হাজিগঞ্জ উপজেলায় কালচোঁ উত্তর ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার ইউনিয়ন মহিলা আওয়ামী লীগ আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে টেলিকনফারেন্সে বক্তব্য রাখেন হাজিগঞ্জ-শাহরাস্তি নির্বাচনী এলাকার সংসদ সদস্য মেজর অব. রফিকুল ইসলাম বীর উত্তম।
তিনি বলেন, নারীদের বাদ দিয়ে দেশের অর্থনৈতিক টেকসই উন্নয়ন সম্ভব নয়। বঙ্গবন্ধুর সু-যোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজ শিক্ষা-দীক্ষায় ও কর্মক্ষেত্রে নারীরা এগিয়ে যাচ্ছে।
তিনি আরো বলেন, দেশের অর্ধেক জনসংখ্যা নারী। আমাদের লক্ষ্য হচ্ছে নারীদের রাজনৈতিক ও উন্নয়ন কর্মকা-ে সম্পৃক্ত করা। কারণ নারী যদি শিক্ষিত ও কর্মঠ হয়, তাহলে ভবিষ্যৎ প্রজন্মও সু-শিক্ষিত ও কর্মঠ হবে। দেশ একটি উজ্জ্বল ভবিষ্যৎ প্রজন্ম উপহার হিসেবে পাবে। যারা আগামি দিনের নেতৃত্ব দিবে।
ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আয়োজিত কর্মীসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের কমিটি ঘোষণা করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী মো. মাইনুদ্দিন। এতে মরিয়ম বেগমকে সভাপতি, প্রতিমা রানী দেবনাথ সহ-সভাপতি, মাসুদা ভূইয়াকে সাধারণ সম্পাদক ও আছমা আক্তারকে সাংগঠনিক সম্পাদক ঘোষণা করা হয়।
স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কামাল হোসেন মজুমদারের সভাপতিত্বে কর্মী সভায় স্বাগত বক্তব্য রাখেন স্থানীয় ইউপি চেয়ারম্যান মানিক হোসেন প্রধানীয়া। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজারগাঁও ইউপি চেয়ারম্যান আলহাজ আব্দুল হাদী, বাকিলা ইউপি চেয়ারম্যান মাহফুজুর রহমান ইউছুফ পাটওয়ারী, উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আশফাকুল আলম চৌধুরী প্রমুখ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য মো. বিল্লাল হোসেন, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মো. শাহজামাল, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আবু তালেব লিটন।
ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান পলাশ ও ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মনির হোসেন মাস্টারের যৌথ সঞ্চালনায় কর্মী সভায় উপস্থিত ছিলেন ২নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি শাখাওয়াত হোসেন, ইউনিয়ন যুবলীগের সাবেক আহ্বায়ক কাজী আনোয়ার হোসেন, আওয়ামী লীগ নেতা জসিম উদ্দিন, কামাল হোসেন, মোজাম্মেল হোসেন, তাজুল ইসলাম, মোতালেব হোসেন, ছাত্রলীগ নেতা কাউছার, মানিক হোসেন ও মাসুদ হোসেনসহ ইউনিয়ন আওয়ামী লীগ, মহিলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মী ও সমর্থক।
- Home
- প্রথম পাতা
- শেখ হাসিনার নেতৃত্বে নারীরা এগিয়ে যাচ্ছে : হাজিগঞ্জ মহিলা আ’লীগের কর্মীসভায় মেজর রফিক