হাজীগঞ্জ ব্যুরো :
চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) নির্বাচনী এলাকার সংসদ সদস্য মেজর অব. রফিকুল ইসলাম বীর উত্তম বলেছেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন উন্নয়শীল ও মধ্যম আয়ের দেশে পরিণত হচ্ছে। বাংলাদেশের দ্রুত উন্নয়ন দেখে বিশ^বাসী অবাক হচ্ছে। তিনি গতকাল রোববার হাজীগঞ্জ উপজেলার গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নে ৬৫ লাখ টাকা ব্যয়ে ৬৫ লাখ টাকা ব্যয়ে তারালিয়া থেকে মৈশামুড়া সড়ক ও ১ কোটি ৮ লাখ টাকা ব্যয়ে ইউনিয়ন পরিষদ ভবনের নতুন ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি আরো বলেন, আমি ১৯৯৬ সালে যখন হাজীগঞ্জ-শাহরাস্তির এমপি হয়েছিলাম তখন মাত্র ১০ কিলোমিটার রাস্তা পাকা ছিল। আওয়ামী লীগ ক্ষমতায় এসে এ অঞ্চলের প্রায় সাড়ে ৩শ’ কিলোমিটার রাস্তা পাকা করেছে। ৪ শতাধিক ব্রিজ ও কালভার্ট করেছি। শুধুমাত্র ডাকাতিয়া নদীর উপর ৭টি ব্রিজ করা হয়েছে। ৮ নম্বর ব্রিজটি নির্মাণাধীন। ২০১৮ সালেই নতুন ব্রিজটি জনগণের চলাচলের জন্য উন্মুক্ত করা হবে।
তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনা একটি সুখী-সমৃদ্ধশালী বাংলাদেশ গড়তে নিরলসভাবে কাজ করছে। আগামিতে নৌকা মার্কায় ভোট দিয়ে দেশের অসামাপ্ত কাজগুলো শেষ করার সুযোগ দিতে সবার প্রতি আহ্বান জানান তিনি।
এসময় আরো বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী মো. মাইনুদ্দীন, উপজেলা প্রকৌশলী ফুয়াদ আহসান, হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাং জাবেদুল ইসলাম, পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আবদুল মান্নান, ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম মিলিটারী, ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক ও কাকৈরতলা জনতা কলেজের প্রতিষ্ঠাতা কাজী ফয়েজ আহমেদ।
এসময় মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম এমপির সাথে ছিলেন উপজেলা নির্বাহী অফিসার বৈশাখী বড়–য়া, উপজেলা আ.লীগের সহ-সভাপতি আলী আশরাফ দুলাল, হাজি সেলিম, কাজী আনোয়ারুল হক হেলাল, যুগ্ম-সম্পাদক গোলাম ফারুক মুরাদ, প্রচার সম্পাদক শাহ্জামাল, আ.লীগ নেতা বিল্লাল হোসেন, মিজানুর রহমান, ইউনিয়ন যুবলীগের সভাপতি মুনছুর আহমদ বিপ্লব, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, যুবলীগ নেতা নাহিদুল ইসলাম সোহেল, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু ইউছুফ গাজী মোহন, পৌর ছাত্রলীগের সভাপতি জাকির হোসেন, সাধারণ সম্পাদক মেহেদী হাছান রাব্বি, ছাত্রলীগ নেতা আবদুল হান্নান গাজী, সবুজ প্রমুখ।
- Home
- প্রথম পাতা
- শেখ হাসিনা সুখী-সমৃদ্ধশালী দেশ গড়তে নিরলসভাবে কাজ করছে : -মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম এমপি