শেরে-বাংলা স্মৃতিপদক পেলেন মতলব রয়মনেন নেছা মহিলা ডিগ্রি কলেজের প্রাক্তন অধ্যক্ষ ইমদাদুল হক

মতলব দক্ষিণ ব্যুরো
শেরে-বাংলা এ কে ফজলুল হক গবেষণা পরিষদের স্মৃতি পদক পেলেন মতলব রয়মনেন নেছা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. ইমদাদুল হক। গত ২৬ অক্টোবর কেন্দ্রিয় পাবলিক লাইব্রেরির শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠানে প্রধান অতিথি সাবেক বিচারপতি এম তাফাজ্জল ইসলাম কাছ থেকে এ পদক গ্রহণ করেন তিনি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভাষা সৈনিক একুশে পদকপ্রাপ্ত ড. জসিম উদ্দিন আহমেদ, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি মো. সিদ্দিকুর রহমান মিয়া, শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আব্দুল্লাহ আল হাসান চৌধুরী, অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পীরজাদা মো. শহিদুল হারুন, রাজউকের অতিরিক্ত সচিব রোকন-উদ-দ্দৌলা ও চিত্রনায়িকা নুতন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক তথ্য সচিব ও শেরে-বাংলা এ কে ফজলুল হক গবেষণা পরিষদের উপদেষ্টা সৈয়দ মার্গুব মোর্শেদ।
উল্লেখ্য, শিক্ষাক্ষেত্রে ও সমাজসেবায় বিশেষ অবদানের জন্য মতলব রয়মনেন নেছা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. ইমদাদুল হক শেরে-বাংলা স্মৃতি পদক ২০১৮ পান।