শোকের মাস উপলক্ষে বাগাদীতে আ.লীগের সভা ও দোয়া


আল আমিন ছৈয়াল
চাঁদপুর সদর উপজেলা বাগাদী ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা, মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার বিকালে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নাঈম পাটওয়ারী দুলাল। প্রধান আলোচকের বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. জে.আর ওয়াদুদ টিপু।
ইউপি চেয়ারম্যান আলহাজ বেলায়েত হোসেন গাজী বিল্লালের সভাপতিত্বে এবং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. নজরুল ইসলাম মিয়াজির পরিচালনায় বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. নুরুল ইসলাম নাজিম দেওয়ান, ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী, ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. জাহিদুল ইসলাম রোমান, জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানববিষয়ক সম্পাদক জিল্লুর রহমান জুয়েল, জেলা আওয়ামী লীগের সদস্য বেলায়েত হোসেন, সদর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাধক আলী এরশাদ মিয়াজী, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টুটুল, জেলা ছাত্রলীগের সভাপতি আতাউর রহমান পারভেজ, সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক হুমায়ুন কবির সুমন, যুগ্ম-আহ্বায়ক মো. তাজুল ইসলাম মিয়াজী, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি এবিএম রেজওয়ান, সাধারণ সম্পাদক নাছির গাজি, ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মো. বিল্লাল গাজী, লক্ষীপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো. আরিফ শেখসহ জেলা, উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ।

০২ সেপ্টেম্বর, ২০১৯।