মানিক দাস :
সংসদে পাস হওয়া ‘সড়ক পরিবহন আইন ২০১৮’ এর কয়েকটি ধারা সংশোধনসহ ৮ দফা দাবিতে রোববার সকাল ৬টা থেকে সারা দেশে ৪৮ ঘণ্টার কর্মবিরতি করেছে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন। ৪৮ ঘণ্টার শ্রমিকদের কর্মবিরতি শেষে যানবাহন চলাচল করায় যাত্রীদের মাঝে স্বস্তি ফিরে এসেছে।
পরিবহন ধর্মঘটে চাঁদপুরে সাধারণ মানুষ দুর্ভোগে পড়ে। রোববার সকাল ৬টা থেকে শুরু হওয়া এ ধর্মঘটে চাঁদপুর থেকে দূরপাল্লার সব ধরনের বাস, ট্রাক, ট্যাংক লড়ি, সিএনজি এবং যাত্রী না থাকায় নৌপথে চলাচলকারী চাঁদপুর-ঢাকা নৌরুটে লঞ্চ চলাচলও অনেকটা বিঘœ ঘটেছে। যাত্রী না থাকায় গত ৪৮ ঘণ্টার অনেক নৌযান চাঁদপুর থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়নি। সরকারের সাথে ২১ দিনের আল্টিমেটাম দিয়েছে বাংলাদেশ শ্রমিক ফেডারেশন। এই আল্টিমেডামের কারণে ৪৮ ঘণ্টা পর শ্রমিকদের কর্মবিরতি প্রত্যাহার করা হয়। এর ফলে গতকাল মঙ্গলবার সকাল থেকে আগের মতো সড়ক ও নৌপথে গণপরিবহন চলাচল করায় যাত্রীদের মাঝে স্বস্তির নিঃশ্বাস ফিরে এসেছে।
গতকাল মঙ্গলবার সকালে বড় স্টেশন লঞ্চ টার্মিনাল ঘাটে গিয়ে দেখা যায়, চাঁদপুর থেকে ঢাকা অভিমুখী লঞ্চ যাত্রীদের উপচেপড়া ভিড়। এ সময় রামগঞ্জ থেকে আসা হযরত আলীর সাথে কথা বললে তিনি জানান, শ্রমিকদের ৪৮ ঘণ্টার অবরোধ চলাকালে আমরা সিএনজি স্কুটার না পেয়ে ২ দিন অপেক্ষা করতে হয়েছে। আজ যখন শ্রমিকদের অবরোধ প্রত্যাহার করা হয়েছে সিএনজি স্কুটার চলাচলের কারণে আমরা নিজ গন্তব্য ও কর্মস্থল ঢাকার উদ্দেশ্যে যাত্রা করেছি। চাঁদপুর লঞ্চ টার্মিনাল ঘাটে এসে দেখতে পেলাম আমাদের মতো আরো অনেক যাত্রী অবরোধের জন্য গত ২ দিন ঢাকা যেতে পারিনি। তারাও আজ যাত্রা করেছি।
শিমু নামের এক কলেজ ছাত্রীর সাথে আলাপ করলে সে জানায়, ব্যক্তিগত কারণে আমি ঢাকা থেকে হাজীগঞ্জে নিজ বাড়িতে এসেছিলাম। কিন্তু বাড়িতে এসে পরদিন আর ঢাকায় যেতে পারিনি। শ্রমিকদের অবরোধের কারণে সব ধরনের যানবাহন বন্ধ থাকায় আমার আর ঢাকা যাওয়া হয়নি। অবরোধ প্রত্যাহার হওয়ায় আজ লঞ্চ যোগে ঢাকায় যাত্রা করছি। কাল থেকে ক্লাস করতে পারব বলে আশাবাদী।
এমনিভাবে চাঁদপুর আন্তঃজেলা বাস টার্মিনালে গিয়ে দেখা যায় ২ দিনের অবরোধ শেষে অন্যান্য দিনের মতো চাঁদপুর থেকে কুমিল্লা, চট্টগ্রাম, সিলেট, চৌমুহনী, ঢাকাসহ সব রুটে বাস চলাচল স্বাভাবিক রয়েছে। সাধারণ যাত্রীরা জানান, শ্রমিকদের কর্মবিরতি শেষে যানবাহন চলাচল করায় আমরা অন্যান্য দিনের মতো স্বাভাবিকভাবে নিজ গন্তব্যে যাতায়াত করতে পারছি।
- Home
- প্রথম পাতা
- শ্রমিকদের ৪৮ ঘণ্টার কর্মবিরতির পর চাঁদপুরে যাত্রীদের মাঝে স্বস্তির নিঃশ্বাস