এস এম সোহেল :
৬ ডিসেম্বর সংবিধান সংরক্ষণ দিবস উদযাপন উপলক্ষে সারাদেশের মতো চাঁদপুরেও জেলা জাতীয় পার্টি বর্ণাঢ্য র্যালি ও অলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রিয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল বুধবার বিকেলে জেলা জাতীয় পার্টির আয়োজনে গনি মডেল আদর্শ উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরেরর প্রধান কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে শপথ চত্বর মোড়ে গিয়ে তা শেষ হয়। র্যালি শেষে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা জাতীয় পার্টির আহ্বায়ক মিজানুর রহমান খানের সভাপতিত্বে ও পৌর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম খানের পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্টির সদস্য সচিব ইঞ্জি. মো. শওকত আখন্দ আলমগীর, যুগ্ম আহ্বায়ক মো. কামাল উদ্দিন পাটওয়ারী, আলহাজ মো. সিরাজুল ইসলাম মিজি, হারুনুর রশিদ মুন্সি, কাইয়ুম খান, আবদুল মান্নান মোল্লা, সদর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক অ্যাড. মহসীন খান, সহ-সভাপতি জাকির হোসেন হিরু, জেলা যুব সংহতির আহ্বায়ক ফেরদৌস খান, সদস্য সচিব নিঝুম পাটওয়ারী, জাতীয় ছাত্র সমাজের কেন্দ্রিয় সদস্য নাজমুল হোসেন গাজী, জেলা কৃষক পাটির সাধারণ সম্পাদক আবুল হাসেম দর্জি, পৌর জাতীয় পার্টির যুগ্ম সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক অবসরপ্রাপ্ত সেনা সদস্য গোলাম সরোয়ার, পাঠাগার বিষয়ক সম্পাদক আবদুল সামাদ, চাঁদপুর সরকারি কলেজ শাখা ছাত্র সমাজের সভাপতি আরিফুল ইসলাম আরিফসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।