সচিবসহ উর্ধ্বতন কর্মকর্তাদের চাঁদপুর শহর রক্ষা বাঁধের ভাঙনস্থল পরিদর্শন


এস এম সোহেল
চাঁদপুর মেঘনা নদীর শহর রক্ষা বাঁধের ৩শ’ মিটার ব্লক ধসে পুরাণবাজার হরিসভা এলাকায় ভয়াবহ ভাঙনস্থল পরিদর্শন করেছেন পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব কবির বিন আনোয়ারসহ উর্ধ্বতন কর্মকর্তারা। গতকাল রোববার বিকেলে তিনি ঢাকা থেকে স্পীডবোর্ট যোগে চাঁদপুর এসে ভাঙনস্থলে পরিদর্শন করেন এবং বিভিন্ন দিক-নির্দেশনা দেন।
এ সময় উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোহাম্মদ শওকত ওসমান, মন্ত্রণালয়ের চিফ ইঞ্জিনিয়র মোতাহের হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জাহেদ পারভেজ চৌধুরী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমা, পানি উন্নয়ন বোর্ড চাঁদপুর কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী আবু রায়হান, চাঁদপুর চেম্বার অব কমার্সের সভাপতি আলহাজ জাহাঙ্গীর আখন্দ সেলিম, চাঁদপুর জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুভাষ চন্দ্র রায়, চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ মো. নাসিম উদ্দিনসহ অরো অনেকে।
এছাড়া ভাঙন খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন পুলিশ সুপার মো. জিহাদুল কবির, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ জামাল হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, পাউবো চাঁদপুরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. নিজাম উদ্দিন ভূঁইয়া, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, চাঁদপুর পৌরসভার প্যানেল মেয়র ছিদ্দিকুর রহমান ঢালী, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শেখ ইমরান সজীব। তারা ভাঙন স্থান পর্যবেক্ষণ করেন।

০৫ আগস্ট, ২০১৯।