সদর উপজেলার অফিস সহায়ক জাকির হোসেনের বিদায় সংবর্ধনা

সজীব খান
দীর্ঘ ৩৮ বছর চাকরি শেষে অবসরজনিত কারণে বিদায় নিলেন চাঁদপুর সদর উপজেলার অফিস সহায়ক মো. জাকির হোসেন। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বিকালে তাকে অবসরজনিত বিদায়ী সংবর্ধনা প্রদান করেন চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাখাওয়াত জামিল সৈকত।
সদর উপজেলা অফিস সহায়ক মো. জাকির হোসেন দীর্ঘদিন যাবৎ সদর উপজেলায় সততা ও নিষ্ঠার সাথে চাকরি করেছেন।
জাকির হোসেন বিদায় সংবর্ধনায় আবেগাপ্লত হয়ে বাকি জীবন যাতে ভালোভাবে কাটাতে পারেন সেজন্য সবার কাছে দোয়া চান। বিদায় সংবর্ধনায় উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার সিএ মামুন হোসেন ও অফিস সহায়ক বাদল দেওয়ানসহ সহকর্মীরা।
জাকির হোসেনকে বিদায় দিয়ে উপজেলার নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সিএ মামুন হোসেন ও দীর্ঘদিনের সহকর্মীকে বিদায় দিতে আবেগাপ্লুত হন। তারা বলেন, একজন অমায়িক মানুষকে আর পাবো না।

০১ জানুয়ারি, ২০২৫।