
সনাকের মতবিনিময় সভায় সভাপ্রধানের বক্তব্য রাখেন সনাক সভাপতি কাজী শাহাদাত। -ইল্শেপাড়
দুর্নীতিমুক্ত করার পাশাপাশি জনবান্ধব প্রশাসনে পরিণত করা হবে
প্রেস বিজ্ঞপ্তি :
চাঁদপুর সদর উপজেলা প্রশাসনে ‘প্রাতিষ্ঠানিক সুশাসন চর্চা: অর্জন, সম্ভাবনা ও সীমাবদ্ধতা উত্তরণের উপায়’ শীর্ষক মতবিনিময় সভা সচেতন নাগরিক কমিটি (সনাক), চাঁদপুর-এর আয়োজনে এবং চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় উপজেলা নির্বাহী অফিসারের হলরুমে অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সনাক-চাঁদপুরের সভাপতি কাজী শাহাদাত। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার কানিজ ফাতেমা।
প্রধান অতিথি বক্তব্যে বলেন, চাঁদপুর সদর উপজেলা প্রশাসনকে দুর্নীতিমুক্ত করার পাশাপাশি জনবান্ধব প্রশাসনে পরিনত করা হবে। এই প্রথমবারের মতো চাঁদপুর উপজেলা প্রশাসনের সাথে মতবিনিময় সভা আয়োজন করার জন্য তিনি সনাক-চাঁদপুরকে ধন্যবাদ জানান। মতবিনিময় সভা থেকে অনেক সুন্দর সুন্দর সুপারিশ ও সমস্যা উঠে এসেছে। তিনি আরও বলেন, অনেক সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও জনগণকে সেবা দিয়ে যাচ্ছি। আমি আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি জনগণকে শতভাগ সেবা প্রদানের জন্য। সদর উপজেলাকে দুর্নীতিমুক্ত করতে জেলা প্রশাসকের নিকট আমি প্রতিশ্রুতিবদ্ধ। তিনি জানান ইতোমধ্যে জনসাধারণের জন্য একটি সমন্বিত নাগরিক সেবা সনদ তৈরি করা হয়েছে। উপজেলা প্রশাসনের প্রতিটি বিভাগে সিটিজেন চার্টার স্থাপন করা হয়েছে। তিনি উপজেলা প্রশাসনের আওতায় প্রতিটি দপ্তরে অভিযোগ ও পরামর্শ বক্স স্থাপন করার আহ্বান জানান। তথ্য হাতে থাকলে দুর্নীতি করার কোন সুযোগ থাকে না। তাই তিনি বলেন, যেহেতু তথ্য অধিকার আইন জনসাধারণের তথ্য অধিকার নিশ্চিত করেছে সেজন্য তিনি তাঁর আওতাভূক্ত সকল বিভাগকে নিজ নিজ কার্যালয়ে তথ্য কর্মকর্তা ও আপীল কর্তৃপক্ষের তথ্যবোর্ড টাঙ্গানোর আহবান জানান। প্রতিটি দপ্তর যদি সঠিকভাবে জনসাধারণের সেবা নিশ্চিত করে তাহলে চাঁদপুর সদর উপজেলা অবশ্যই দুর্নীতিমুক্ত হবে। তিনি বলেন, ইন্টিগ্রিটি ম্যানেজমেন্ট টুলবক্স-এর ধারনাটি ইতিবাচক। এবিষয়ে তিনি সনাক ও টিআইবি’র সাথে সহযোগিতার ভিত্তিতে পদক্ষেপ নেবেন বলে জানান। সনাক ও টিআইবি যে প্রস্তাব ও সুপারিশসমূহ উপস্থাপন করেছে তা পর্যায়ক্রমে বাস্তবায়নের চেষ্টা করা হবে মর্মে তিনি সভায় অবহিত করেন। তিনি এধরনের একটি মতবিনিময় সভা আয়োজন করার জন্য সনাককে ধন্যবাদ জানান। চাঁদপুর সদর উপজেলায় ১৭২টা প্রাথমিক বিদ্যালয়ে একটিভ মাদার্স ফোরাম গঠন করায় উপজেলা শিক্ষা অফিসারকে তিনি ধন্যবাদ জানান।
সভাপতির বক্তব্যে সনাক সভাপতি কাজী শাহাদাত চাঁদপুর জেলাকে দুর্নীতিমুক্ত ঘোষণা করার যে পরিকল্পনার কথা জেলা প্রশাসক মহোদয় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবসে ঘোষনা করেছেন এজন্য জেলা প্রশাসক মহোদয়কে তিনি ধন্যবাদ জানান। তিনি আরও বলেন, আজকের এই মতিবিনময় সভায় আপনারা যেভাবে বিভিন্ন সমস্যার কথা উল্লেখ করেছেন আমরা আশা করছি উপজেলা নির্বাহী অফিসার মহোদয় পর্যায়ক্রমে তা বাস্তবায়ন করবেন। সনাক-চাঁদপুর শিক্ষা, স্বাস্থ্য, স্থানীয় সরকার, ভূমি ও জলবায়ূ বিষয়ক সুশাসন বিষয়ে কাজ করছে। তিনি উপজেলা প্রশাসনের আওতায় যেসকল দপ্তর রয়েছে প্রত্যেকটি দপ্তরে দায়িত্বপ্রাপ্ত তথ্য কর্মকর্তা ও আপীল কর্তৃপক্ষের বোর্ড টানানোর আহ্বান জানান।
প্রাতিষ্ঠানিক সুশাসন চর্চা: অর্জন, সম্ভাবনা ও সীমাবদ্ধতা উত্তরণের উপায় বিষয়ক উপস্থাপনা করেন টিআইবি’র এরিয়া ম্যানেজার মো. মাসুদ রানা। তিনি সনাক-চাঁদপুরের কার্যক্রম, কার্যক্রমের বাজেট, উপজেলা প্রশাসনের কাছে সনাক-চাঁদপুরের প্রত্যাশা, সুপারিশ ইত্যাদি বিষয়ে আলোচনা করেন। টিআইবি’র রাজন চন্দ্র দে’র সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সনাক-চাঁদপুরের সহ-সভাপতি ইসমত আরা সাফি বন্যা। মতবিনিময় সভার সভাপ্রধান কাজী শাহাদাতের সঞ্চালনায় প্রাতিষ্ঠানিক সুশাসন চর্চা: অর্জন, সম্ভাবনা ও সীমাবদ্ধতা উত্তরণের উপায় বিষয়ক মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন উপজেলা মাধ্যমিক অফিসার একেএম সাইফুল হক, উপজেলা শিক্ষা অফিসার নাজমা বেগম, উপজেলা প্রকৌশলী ইঞ্জি: মো. আব্দুল মতিন, উপজেলা কৃষি অফিসার দিল আতিয়া পারভীন।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন অফিসার মো. আজহারুল ইসলাম চৌধুরী, উপজেলা সমবায় বিভাগের সহকারী পরিদর্শক মো. আলমগীর হোসেন, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ সুবোধ কুমার দাস, উপজেলা সমাজসেবা অফিসার মো. জামাল উদ্দীন, একটি খামার একটি বাড়ী প্রকল্প উপজেলা সমন্বয়কারী মো. ওমর ফারুক, উপজেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর প্রোগ্রাম অফিসার মো. আরিফ হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসের ইউএইচএফপিও ডাঃ আজমিরা বেগম, উপজেলা সার্ভার-এর এডমিন মো. মাহমুদুল হাসান, উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের ইউএফপিএ মো. স্বপন মিজি, উপজেলা পরিসংখ্যান বিভাগের ইউএসও মো. গোলাম মোস্তফা, উপজেলা মৎস্য অধিদপ্তরের অফিস সহকারী মো. জসিম উদ্দিন, সনাক-চাঁদপুরের সাবেক আহ্বায়ক ও সদস্য প্রফেসর মনোহর আলী, সনাক সদস্য অ্যাড. পলাশ মজুমদার, ইয়েস ও ইয়েস ফ্রেন্ডস গ্রুপের সদস্যবৃন্দ ও ইউএনও অফিসের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।