প্রেস বিজ্ঞপ্তি :
সচেতন নাগরিক কমিটি (সনাক) ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর আয়োজনে ইয়ূথ এনগেজমেন্ট এন্ড সাপোর্ট (ইয়েস) ও ইয়েস ফ্রেন্ডস্ গ্রুপের অংশগ্রহণে গতকাল মঙ্গলবার বিকাল ৩টায় সনাক কার্যালয়ে ‘স্বচ্ছাসেবীতা’ শীর্ষক পাঠচক্র অনুষ্ঠিত হয়েছে।
পাঠচক্রে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সনাক-চাঁদপুরের ইয়েস ও ইয়েস ফ্রেন্ডস্ বিষয়ক উপ-কমিটির আহ্বায়ক মো. আলমগীর পাটওয়ারী, সদস্য অধ্যাপক শাহানারা বেগম, অ্যাড. পলাশ মজুমদার ও স্বজন সদস্য রুমা সরকার।
আলোচকরা বলেন, মানুষের মধ্যে যখন স্বপ্রণোদিত সেবা করার মানসিকতা জাগ্রত হয় এবং এটি যদি ব্যক্তি আদর্শে রুপ নেয় তখনই তাকে স্বেচ্ছাসেবীতা বলা হয়। তারা আরও বলেন, দেশ ও দেশের মানুষের কল্যাণ, ভবিষ্যত নেতৃত্বের গুণাবলী অর্জন ও সামাজিক দায়িত্ব পরিশোধের জন্য আমাদের স্বেচ্ছাসেবার ভিত্তিতে কাজ করতে হবে। আজকের এই পাঠচক্র থেকে তোমরা অনেক কিছু শিখতে পারবে যা তোমাদের ব্যক্তি ও পারিবারিক জীবনে ও সামাজিক সংগঠনেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আমরা চাই তোমাদের হাত ধরেই গড়ে উঠবে দুর্নীতিমুক্ত একটি স্বদেশ।
তারা আরও বলেন, আমরা বিশ্বাস করি ১৯৭১ সালে মুক্তিযোদ্ধারা যেমন লড়াই করে এদেশ স্বাধীন করেছে, তেমনি তোমরা স্বেচ্ছাসেবার ভিত্তিতে দুর্নীতির বিরুদ্ধে সামাজিক আন্দোলন তৈরি করতে সক্ষম হবে। পাঠচক্রে উপস্থিত হওয়ার জন্য তাঁরা সকলকে ধন্যবাদ জানান।
টিআইবি’র এরিয়া ম্যানেজার মো. মাসুদ রানা স্বেচ্ছাসেবীতা বিষয়ে একটি ধারণাপত্র উপস্থাপন করেন। তিনি স্বেচ্ছাসেবক/স্বেচ্ছাব্রতী কে-কী, স্বেচ্ছাসেবা কেন, স্বেচ্ছাব্রতীর যা থাকতে হবে, স্বেচ্ছাসেবা ও স্বেচ্ছাব্রতীর অন্তরায়, বাংলাদেশে স্বেচ্ছাব্রতীর কার্যক্রম, স্বেচ্ছাব্রতীরা কি করবেন এবং স্বেচ্চাব্রতীর আন্দোলন ও নৈতিক আচরণবিধি নিয়ে ব্যাপক আলোচনা করেন। উপস্থিত ইয়েস ও ইয়েস ফ্রেন্ডস সদস্যবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে আলোচনায় অংশগ্রহণ করেন।
স্বেচ্ছাসেবিতা বিষয়ে স্টাডি সার্কেলের আলোচনায় অংশগ্রহণ করেন- ইয়েস গ্রুপের দলনেতা রতœা আক্তার, সহ-দলনেতা তাসমিয়াহ রহমান দিপা, ইয়েস সদস্য মো. সজিব হোসাইন বিজয়, তানজিলা আক্তার তামান্না, জয় ঘোষ, মেহেদী হাসান, মো. ইমরান হাসান, মো. শাহ আজিজ পাটওয়ারী, মৌসুমী সাহা, সুব্রত দেবনাথ, আবদুল্লাহ আল নোমান, অন্তর কুমার ত্রিপুরা, রাজিব দাস, মো. আবু সুফিয়ান, মো. মোশারেফ হোসাইন, নজরুল ইসলাম রনি, ইয়েস ফ্রেন্ডস দলনেতা মো. মমিন খান, সদস্য মেহেদী হাসান নবীন, শরীফুল ইসলাম, অনয় দেবনাথ, মো. সাইফুল ইসলাম খান, সোহরাব হোসাইন, মারজাহান আক্তার, খায়রুল আলম, মো. মাহবুব আলম ও ফাতেমা আক্তার। এছাড়াও এসময় আরও উপস্থিত ছিলেন টিআইবি’র এসিস্ট্যান্ট ম্যানেজার (এফএন্ডএ) মাসুদ মিয়া ও রাজন চন্দ্র দে।
- Home
- প্রথম পাতা
- সনাক চাঁদপুরের ইয়েস ও ইয়েস ফ্রেন্ডস সদস্যদের দক্ষতা বৃদ্ধিকল্পে ‘স্বেচ্ছাসেবীতা’ বিষয়ক পাঠচক্র অনুষ্ঠিত