প্রেস বিজ্ঞপ্তি
সচেতন নাগরিক কমিটি (সনাক) ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর আয়োজনে ইয়ূথ এনগেজমেন্ট এন্ড সাপোর্ট (ইয়েস) ও ইয়েস ফ্রেন্ডস্ গ্রুপের অংশগ্রহণে গতকাল বুধবার বিকাল সাড়ে ৪টায় সনাক কার্যালয়ে ‘টিআই, টিআইবি, সনাক ও দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন’ শীর্ষক পাঠচক্র অনুষ্ঠিত হয়েছে। গত ২২ জুলাই সনাক-চাঁদপুরে ২১জন ইয়েস ফ্রেন্ডস সদস্য অন্তর্ভূক্ত করা হয়। তারাও পাঠচক্রে অংশগ্রহণ করেন।
পাঠচক্রে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সনাকের সাবেক সভাপতি ও সদস্য কাজী শাহাদাত। তিনি বলেন, আমরা যেভাবে দুর্নীতিবিরোধী আন্দোলন করছি তা সম্পূর্ণ সামাজিক দায়বদ্ধতা থেকে এদেশকে ভালোবেসে করছি। আমরা সম্পূর্ণ স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন করে যাচ্ছি। এদেশকে এগিয়ে নিতে হলে আমাদের বিবেকই আমাদের ভালো কাজের দিকে এগিয়ে নিতে পারে।
তিনি বলেন, আত্মকেন্দ্রিক মানুষ কখনো ভালো থাকতে পারে না। আমাদের মধ্যে সংবেদনশীলতা থাকতে হবে। একটি সুন্দর সমাজ গড়ার ক্ষেত্রে সংবেদনশীলতা খুবই গুরুত্বপূর্ণ। আমাদেরকে যেকোন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী হতে হবে। সনাকের দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনকে এগিয়ে নিতে হলে আমাদের সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। তিনি সনাক-চাঁদপুরের সদ্য অন্তর্ভূক্ত হওয়া ইয়েস ফ্রেন্ডস সদস্যদেরকে সনাকের পক্ষ থেকে শুভেচ্ছা জানান।
সনাকের ইয়েস ও ইয়েস ফ্রেন্ডস বিষয়ক উপ-কমিটির আহ্বায়ক মো. আলমগীর পাটওয়ারী বলেন, দুর্নীতিবিরোধী আন্দোলনকে সামাজিক আন্দোলনকে বেগবান করতে হলে তরুনদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে হবে। আমরা মনে করি যেসকল সদস্য ইয়েস ফ্রেন্ডস গ্রুপে অন্তর্ভূক্ত হয়েছে তারা প্রত্যেকেই ভালো চিন্তাধারার।
‘টিআই, টিআইবি, সনাক ও দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন’ শীর্ষক পাঠচক্রে আলোচনা করেন টিআইবি’র এরিয়া ম্যানেজার মো. মাসুদ রানা। তিনি বলেন, স্বচ্ছতা ও জবাবদিহিপূর্ণ এবং সুশাসিত সমাজ ও রাষ্ট্র গঠনের মাধ্যমে দুর্নীতিমুক্ত বিশ্ব ও সচেতনতা তৈরির লক্ষ্যে ১৯৯৩ সালে টিআই প্রতিষ্ঠিত হয়। প্রায় ১০০টি দেশে টিআই-এর কার্যক্রম চলমান আছে। টিআই-এর মূল কার্যক্রম হলো-দুর্নীতির পরিমাপ প্রণয়নের মাধ্যমে বিভিন্ন দেশের দুর্নীতির অবস্থান নির্নয় করা, দুর্নীতিবিরোধী সচেতনতা তৈরি করা, দুর্নীতি প্রতিরোধে বিভিন্ন টুলস্ প্রণয়ন করা, দুর্নীতির বিরুদ্ধে বিভিন্ন গবেষণা ও প্রকাশনা তৈরি করা।
তারা আরও বলেন, দুর্নীতিমুক্ত বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে ১৯৯৬ সালে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) প্রতিষ্ঠা লাভ করে। দুর্নীতিবিরোধী আন্দোলনকে সামাজিক আন্দোলনে আরো বিস্তারের লক্ষ্যে বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থা প্রকল্পের মাধ্যমে টাকা প্রদান করে থাকে। উন্নয়ন সহযোগী সংস্থাগুলো হলোঃ অ্যাম্বেসি অব ডেনমার্ক (উঅঘওউঅ), অ্যাম্বেসি অব সুইডেন, সুইস এজেন্সি ফর ডেভলপমেন্ট অ্যান্ড কো-অপারেশন (ঝউঈ), ইউকে ডিপার্টমেন্ট ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট (উঋওউ)। বর্তমানে বিল্ডিং ইন্টিগ্রিটি ব্লকস্ ফর ইফেক্টিভ চেঞ্জ (বিবেক) প্রকল্প চলমান রয়েছে। এ প্রকল্পের লক্ষ্য হচ্ছেঃ দুর্নীতি হ্রাসকরণের জন্য অধিকতর অনুকূল পরিবেশ সৃষ্টিতে সহায়কের ভূমিকা পালন করা। উদ্দেশ্য হচ্ছেঃ লক্ষিত প্রতিষ্ঠানে/সেবা খাতে সুশাসন প্রতিষ্ঠার জন্য আইন, নীতি, প্রক্রিয়া সংশোধনের জন্য অ্যাডভোকেসি কার্যক্রম পরিচালনা করা ও সুশাসন প্রতিষ্ঠার জন্য জনগণের মধ্যে চাহিদা সৃষ্টি এবং দুর্নীতিকে চ্যালেঞ্জ করার জন্য নাগরিকের সক্ষমতা বৃদ্ধি করা। টিআইবি বিশ্বাস করে জনগণই সকল পরিবর্তনের মূল অনুঘটক। আর সে কারণেই ২০০০ সালে দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনকে স্থানীয় পর্যায়ে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে সচেতন নাগরিক কমিটি (সনাক) গঠন করে। চাঁদপুর ২০০৫ সালের ২৫ ডিসেম্বর সনাক গঠন করা হয়। পাঠচক্রে উপস্থিত হওয়ার জন্য তাঁরা সকলকে ধন্যবাদ জানান।
উপস্থিত ইয়েস ও ইয়েস ফ্রেন্ডস সদস্যবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে আলোচনায় অংশগ্রহণ করেন। স্টাডি সার্কেলে উপস্থিত সদ্য অন্তর্ভূক্ত হওয়া সকল ইয়েস ও ইয়েস ফ্রেন্ডস সদস্যদেরকে সনাক-চাঁদপুরের পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়।
১ আগস্ট, ২০১৯।