সনাক-চাঁদপুরের ইয়েস ফ্রেন্ডস গ্রুপের দুর্নীতিবিরোধী কুইজ প্রতিযোগিতা, আলোচনা ও পুরস্কার বিতরণ

প্রেস বিজ্ঞপ্তি :
‘জাগ্রত বিবেক, দুর্জয় তারুণ্য-দুর্নীতি রুখবেই’ এই শ্লোগান নিয়ে সনাক-চাঁদপুরের ইয়েস ফ্রেন্ডস গ্রুপের বিশেষ উদ্যোগের আওতায় পুরাণবাজার ডিগ্রি কলেজে শিক্ষার্থীদের অংশগ্রহণে দুর্নীতিবিরোধী কুইজ প্রতিযোগিতা, আলোচনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টায় প্রতিযোগিতায় কলেজের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সনাক চাঁদপুরের সভাপতি কাজী শাহাদাত। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ রতন কুমার মজুমদার।
তিনি তার বক্তব্যে বলেন, সকল প্রকার অন্যায় ও অনিয়মের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে। আর এ কাজটিতে যারা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে তারা হচ্ছে এদশের তরুণ সমাজ ও যুব সমাজ। আমাকে যদি সত্যিকারের মানুষ হতে হয় তাহলে আগে আমাদেরকে দুর্নীতিমুক্ত হতে হবে। শুধুমাত্র সদিচ্ছা থাকলেই দুর্নীতিমুক্ত থাকা যায়। একজন মানুষকে সৎ থাকা একমাত্র তার মানসিকতার ব্যাপার। সৎ থাকলে দুর্নীতিবাজদের সামনে জোর গলায় কথা বলা সম্ভব। এই প্রতিষ্ঠানটিকে স্বচ্ছ ও জবাবদিহিতার মধ্যে আনার জন্য আমি আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি। মানসস্মত শিক্ষা দিতে আমরা বদ্ধপরিকর।
তিনি আরও বলেন, মেধা ও মননশীলতায় এই তরুণ প্রজন্ম এগিয়ে যাবে এটা আমার বিশ্বাস। তিনি বলেন, ইতোমধ্যে আমরা কলেজে তথ্য ও অভিযোগ বক্স স্থাপন করেছি। যে কেউ তথ্য চাইলে আমরা দিয়ে থাকি। আগামি দুই সপ্তাহের মধ্যে আমি কলেজ চত্ত্বরে সির্টিজেন চার্টার স্থাপন করবো। এধরণের কার্যক্রম এ কলেজে আরও বেশি পরিমানে করার জন্য তিনি সনাকের প্রতি আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে সনাক সভাপতি কাজী শাহাদাত বলেন কলেজে ঠিকমতো না আসলে, ঠিকমতো লেখাপড়া না করলে সর্বোপরি শিক্ষার আলো ছাড়া জীবনটা ব্যর্থ। দুর্নীতি প্রতিরোধে শুধুমাত্র সদিচ্ছাই যথেষ্ট। স্বচ্ছতা ও জবাবদিহিতা থাকলে কোন প্রতিষ্ঠান তার কাঙ্খিত লক্ষ্যে পৌঁছতে পারে। নিষ্ঠা, আন্তরিকতা ও দায়িত্বশীলতার কারণেই কিন্তু আজ এই কলেজের উন্নয়ন তরান্বিত হচ্ছে।
তিনি আরও বলেন, আমি যদি স্বচ্ছ থাকি আমার মধ্যে যদি জবাবদিহিতা থাকে তাহলে যেকোন কাজ করা সম্ভব। দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনকে বেগবান করতে হলে, সমাজ থেকে দুর্নীতি রোধ করতে হলে তরুণ সমাজকে এগিয়ে আসতে হবে। কারণ তরুণরাই পারে দুর্নীতিমমুক্ত একটা সমাজ প্রতিষ্ঠা করতে। তিনি উপস্থিত শিক্ষার্থীদের সনাক-চাঁদপুরের ইয়েস ফ্রেন্ডস্ গ্রুপের সদস্য হওয়ার আহ্বান জানান।
শুভেচ্ছা বক্তব্যে সনাকের সাবেক আহ্বায়ক ও সদস্য প্রফেসর মনোহর আলী বলেন দুর্নীতি প্রতিরোধ কারা একার পক্ষে সম্ভব নয়। এটি প্রতিরোধ করতে হবে সামাজিক আন্দোলনের মাধ্যমে। আর এটিতে অগ্রণী ভূমিকা পালন করতে পারে এদশেরে তরুণ প্রজন্ম। এই তরুণরাই একদিন হবে এদেশের জ্ঞানী, গুণী এবং এদেশের আগামীর, কর্ণধার। আর এই ভবিষ্যৎ প্রজন্মকে দিক নির্দেশনা দেওয়ার জন্য আমরা সব সময় তোমাদের সাথে আছি। তিনি ৫২’র ভাষা আন্দোলন ও ৭১’র মুক্তিযুদ্ধ সম্পর্কে বলেন, উভয় ক্ষেত্রেই সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলো এদশের যুব সমাজ ও তরুণ সমাজ। তিনি উপস্থিত তরুণদেরকে দুর্নীতির বিরুদ্ধে এগিয়ে আসার আহবান জানান।
ইয়েস সদস্য মৌসুমী সাহা ও ইয়েস ফ্রেন্ডস সদস্য খায়রুল আলম জনির যৌথ পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সনাক সদস্য অধ্যাপক সবিতা বিশ্বাস। শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য রাখেন সনাক সদস্য অধ্যাপক শাহনারা বেগম ও পুরাণবাজার ডিগ্রি কলেজের শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক মো, শামছুল আলম। অনুষ্ঠানের লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে বক্তব্য রাখেন টিআইবি’র এরিয়া ম্যানেজার মো. মাসুদ রানা। দুর্নীতিবিরোধী শপথ বাক্য পাঠ করান সনাক সদস্য মো. আব্দুল মালেক। এছাড়াও দুর্নীতিবিরোধী আন্দোলনে তরুণ সমাজের ভূমিকা শীর্ষক বক্তব্য রাখেন ইয়েস গ্রুপের দলনেতা রতœা আক্তার ও ইয়েস ফ্রেন্ডস গ্রুপের দলনেতা মো. মমিন খান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন-সনাক সদস্য ডা. পীযুষ কান্তি বড়–য়া ও মো. আব্দুস সামাদ দেওয়ান।
দুর্নীতিবিরোধী কুইজ প্রতিযোগিতায় সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত ১০জনকে সনাক-চাঁদপুরের পক্ষ থেকে পুরস্কার প্রদান করা হয়। ফলাফল ঘোষণা করেন ইয়েস সদস্য মো. আরিফ হোসেন ও ইয়েস ফ্রেন্ডস সদস্য এইচ এম শামীম। পুরস্কারপ্রাপ্তরা হলেন- মো. তারিক আজিজ, মাহাবুব আলম, মো. মাহমুদুল হাসান, জাফরুল আলম, তানভীর হোসেন, নাজমুল হুদা, টেনিছা ত্রিপুরা, মো. ইকবাল হোসেন, মো. ফারুক ও মো. শামীন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কলেজের শিক্ষকমন্ডলী, ইয়েস ও ইয়েস ফ্রেন্ডস গ্রুপের সদস্যবৃন্দসহ কলেজের দুই শতাধিক শিক্ষার্থী।