সফররত বিজেপি ও কংগ্রেস নেতৃবৃন্দ ঢাকায় ভারতীয় নেতৃবৃন্দের সাথে সুজিত রায় নন্দীর শুভেচ্ছা বিনিময়

স্টাফ রিপোর্টার :
বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দীর আমন্ত্রণে তার ঢাকাস্থ বাসভবনে গত রোববার শুভেচ্ছা বিনিময় করেছেন ঢাকায় সফররত ভারতীয় জনতা পার্টির (বিজেপির) ভাইস প্রেসিডেন্ট রাজকমল পাঠক, পশ্চিমবঙ্গ কংগ্রেসের প্রভাবশালী নেতা ও বিধান সভার সদস্য (এমএলএ) কাজী আব্দুর রহিম এবং আনন্দবাজার পত্রিকার সহকারী সম্পাদক অনামিত্র চট্টপাধ্যায়।
এ সময় উপস্থিত ছিলেন জাতীয় প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও দৈনিক যুগান্তরের ভারপ্রাপ্ত সম্পাদক সাইফুল আলম, দৈনিক আমাদের সময়ের ব্যবস্থাপনা সম্পাদক সন্তোষ শর্মা এবং চ্যানেল টুয়েন্টি ফোরের সাংবাদিক রাহুল রাহা।
সুজিত রায় নন্দী ভারতীয় জনতা পার্টি ও কংগ্রেস নেতার সাথে শুভেচ্ছা বিনিময়কালে বলেন, ভারত সব সময় বাংলাদেশের বন্ধুপ্রতিম দেশ হিসেবে সু-সম্পর্ক বজায় রেখেছে। আগামিতেও এ সম্পর্ক আরো শক্তিশালী হবে।