সব কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা থাকতে হবে : জেলা প্রশাসক


চাঁদপুর জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির মাসিক সভা

স্টাফ রিপোর্টার
চাঁদপুরে জেলা প্রশাসনের উন্নয়ন ও সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. মজেদুর রহমান খান।
তিনি তাঁর বক্তব্যে বলেন, যে কোনো কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা থাকতে হবে। কারণ, এদেশের মানুষ এখন জানতে চায়, তাদের সব কিছু জানান। সোনার বাংলা বিনির্মাণে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করতে হবে। এ দেশটাকে সবাই মিলে এগিয়ে নিতে হবে।
চলতি মৌসুমে ধান ক্রয়ের ব্যাপারে খাদ্য কর্মকর্তাদের উদ্দেশে বলেন, সরকার কৃষকদের বেশি মুনাফা দিয়ে (১০৪০ টাকা) ধান ক্রয় করছে। সে ব্যাপারে মাঠ পর্যায়ে কৃষকদের কাছে গিয়ে চাহিদা অনুসারে ক্রয় করুন এবং তাদের লাভবান করুন।
তিনি আরো বলেন, মতলব সেতু সংলগ্ন অবৈধ স্থাপনা অতি শীঘ্রই সরিয়ে ফেলতে হবে। অপশক্তিকে কোনভাবেই প্রশ্রয় দেয়া যাবে না। বাংলাদেশ উন্নয়নের মাধ্যমে এগিয়ে যাচ্ছে। আর তাই এই উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে সবাই যার যার অবস্থান থেকে কাজ করে যেতে হবে।
সভার শুরুতে বিগত সভার কার্যবিবরণী পাঠ ও এর সিদ্ধান্ত, অগ্রগতি তুলে ধরেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান।
সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মো. মিজানুর রহমান, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. মঈনুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ জামাল হোসেন, ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. একেএম মাহাবুবুর রহমান, স্বাধীনতা পদকপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডা. সৈয়দা বদরুন নাহার চৌধুরী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমা, চাঁদপুর প্রেসক্লাব সভাপতি শহীদ পাটওয়ারী, সাধারণ সম্পাদক লক্ষন চন্দ্র সূত্রধরসহ বিভিন্ন বিভাগের কর্মকর্তাবৃন্দ।