সমন্বিত শক্তির মাধ্যমেই দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে :জেলা প্রশাসক

 

শনিবার ৪৬তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে জেলা প্রশাসক মো. আব্দুস সবুর মন্ডলের নেতৃত্বে চাঁদপুর শহরে একটি র‌্যালি বের করা হয়। -ইলশেপাড়

চাঁদপুরে ৪৬ তম জাতীয় সমবায় দিবসের সভা
এস এম সোহেল :
‘উৎপাদনমুখী সমবায় করি, উন্নত বাংলাদেশ গড়ি’ এ প্রতিপাদ্য নিয়ে ৪৬তম জাতীয় সমবায় দিবস চাঁদপুরে পালন করা হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টায় জেলা প্রশাসক কার্যালয় থেকে জেলা প্রশাসক মো. আব্দুস সবুর মন্ডলের নেতৃত্বে একটি র‌্যালি বের হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মিলনায়তনে গিয়ে শেষ হয়। সেখানে জাতীয় সঙ্গীতের মাধ্যমে জাতীয় ও সমবায়ী পতাকা উত্তোলন করা হয়। পরে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. আব্দুস সবুর মন্ডল।
তিনি বক্তব্যে বলেন, বাংলাদেশে রেজিস্ট্রীকৃত সমবায় আছে প্রায় পৌঁনে ২ লাখ। এসব সমবায়ে সমবায়ীর সংখ্যা ২ কোটির উপরে। আর তাদের ক্যাশ রয়েছে ২১ হাজার কোটি টাকা। বর্তমানে সমবায়ীদের উদ্দেশ্য লক্ষ্য ঠিক রেখে চিন্তার অনেক পরিবর্তন হয়েছে। তা নিয়ে আমাদের ও ভাবতে হবে। সততা ও একতা ছাড়া উন্নতির শিখরে পৌঁছানো যায় না। আমাদেরকে সুদূর প্রসারী নতুন নতুন চিন্তার মাধ্যমে এগিয়ে যেতে হবে। দেশ এগিয়ে যাচ্ছে। এই এগিয়ে যাওয়ার ক্ষেত্রে আমাদের যে যার অবস্থান থেকে সরকারকে সহযোগিতা করতে হবে।
তিনি আরো বলেন, সমবায় মানে সমন্বিত শক্তি। সমন্বিত শক্তির মাধ্যমেই দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব। এজন্য সমবায়ের উপর কর্মশালা করা অতি জরুরি এবং সবাই মিলে সেমিনার করা প্রয়োজন। সমবায়ের কর্মশালার মাধ্যমে প্রশিক্ষিত হওয়ার পর তা কাজে লাগাতে হবে।
আলোচনা সভায় সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাংকের সভাপতি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ আবু নঈম পাটওয়ারী দুলালের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার শামসুন্নাহার পিপিএম।
উপজেলা সমবায় কর্মকর্তা ফারুক আলম ও জেলা সমবায় পরিদর্শক মো. মোতালেব খানের যৌথ পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমা, চাঁদপুর বিআরডিবি’র উপ-পরিচালক এস এম জুয়েল আহমেদ, চাঁদপুর ভূমি উন্নয়ন ব্যাংকের সভাপতি আহসান উল্লাহ আখন্দ, চাঁদপুর সদর সমবায় সমিতির সাবেক সভাপতি ও জেলা আওয়ামী লীগ সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাড. জহিরুল ইসলাম, সদর সমবায় সমিতির বর্তমান সভাপতি মো. মুরাদ হোসেন খান, ভূমি উন্নয়ন ব্যাংকের সাধারণ সম্পাদক আলী আরশ্বাদ মিয়াজী।
সমবায়ীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন রুপসী পল্লী বহুমুখী সমবায় সমিতির সভাপতি আলী আক্কাস ফরাজী, সাপদী জিলফুল ফুজুল সমবায় সমিতির সভাপতি আনোয়ার হোসেন ও দি চাঁদপুর মাল্টিপারপাসের সভাপতি অহিদুর রহমান খান উৎপল।