এতিম ও মূক বধির শিশুদের সাথে ইফতার করে মনে হচ্ছে আমাদের সন্তানদের সাথে ইফতার করছি
…………….চেয়ারম্যান আলহাজ ওচমান গণি পাটওয়ারী
স্টাফ রিপোর্টার
চাঁদপুর জেলা পরিষদের আয়োজনে সরকারি শিশু পরিবার ও মূক বধির স্কুলে বসবাসরত এতিম শিশুদের সাথে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে বাবুরহাটস্থ শিশু পরিবারে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ ওচমান গণি পাটওয়ারী।
এ সময় তিনি বলেন, চাঁদপুর জেলা পরিষদ একটি সেবামূলক প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠান থেকে আমরা মানুষকে বিভিন্ন ধরনের সেবা দিয়ে থাকি। আর তারই অংশ হিসেবে আমরা চাঁদপুর সরকারি শিশু পরিবার ও মুখ বধির পরিবারের সদস্যদের নিয়ে ইফতার মাহফিলের আয়োজন করেছি। তিনি আরো বলেন, সরকারি শিশু পরিবার এবং মূক বধির পরিবারের সদস্যরা আমাদেরই সন্তান। যারা এতিম অসহায় হয়ে আজ এখানে আশ্রয় নিয়ে পড়ালেখা করছেন তাদের সাথে ইফতার করতে পেরে মনে হচ্ছে আমরা আমাদের সন্তানদের সাথেই ইফতার করছি। তারা যাতে এখানে থেকে সুন্দরভাবে পড়ালেখা করে মানুষের মতো মানুষ হতে পারে সে কামনাই করছি।
চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক চাঁদপুর প্রবাহের ভারপ্রাপ্ত সম্পাদক রহিম বাদশার সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন চাঁদপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিব মিজানুর রহমান, উপ-সহকারী প্রকৌশলী ইকাবাল হোসেন, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি শহীদ পাটওয়ারী, চাঁদপুর সরকারি শিশু পরিবার ও মূক বধির স্কুলের সুপারিনটেনডেন্ট ফারহানা হাবিব।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁদপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য অধ্যাপক আহসানুজ্জামান মন্টু, সাবেক সভাপতি শাহ মোহাম্মদ মাকসুদুল আলম, বিএম হান্নান, শরীফ চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক গিয়াসউদ্দিন মিলন, মির্জা জাকির, জিএম শাহীন, চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি আল ইমরান শোভন, সাধারণ সম্পাদক রিয়াদ ফেরদৌস, দৈনিক চাঁদপুর সংবাদের সম্পাদক ও প্রকাশক মো. আব্দুর রহমান, দৈনিক ইল্শেপাড়ের প্রধান সম্পাদক রোটারিয়ান মাহবুবুর রহমান সুমন, চাঁদপুর ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক তালহা জুবায়ের, দৈনিক প্রথম আলো’র চাঁদপুর প্রতিনিধি আলম পলাশ, দৈনিক আলোকিত চাঁদপুরের সম্পাদক জাকির হোসেন, দৈনিক মতলবের আলোর ভারপ্রাপ্ত সম্পাদক কেএম মাসুদ, দৈনিক সুদীপ্ত চাঁদপুরের বার্তা সম্পাদক এমআর ইসলাম বাবুসহ জেলা পরিষদের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী, সামাজিক সংঠনের নেতৃবৃন্দ এবং অন্যান্য সাংবাদিকসহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ।
- Home
- প্রথম পাতা
- সরকারি শিশু পরিবারের এতিমদের সাথে জেলা পরিষদের ইফতার মাহফিল