স্টাফ রিপোর্র্টার
চাঁদপুর জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ ওচমান গনি পাটওয়ারী বলেছেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন সারা বিশ্বের কাছে উন্নয়নের রোল মডেল। জনগণ সরকারের উন্নয়নের সুফল পাচ্ছে। তবে শতভাগ সুফল নিশ্চিত করার জন্য সরকারের সব উন্নয়ন কর্মকা- জনগণের কাছে তুলে ধরুন। এতে জনগণ আরো বেশি উপকৃত হবে।
তিনি আরো বলেন, সরকারের ধারাবাহিকতা থাকলে উন্নয়ন ব্যাপকভাবে তরান্বিত হয়। এই বিষয়টিও জনগণকে বোঝাতে হবে। সরকারের উন্নয়ন নিয়ে কেউ যাতে অপপ্রচার করতে না পারে সে জন্যই উন্নয়নের প্রকৃত চিত্র ঘরে ঘরে তুল ধরতে হবে। তিনি গতকাল রোববার বিকেলে মতলব দক্ষিণ উপজেলার বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
মতলব দক্ষিণ উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক সিরাজুল মোস্তফা তালুকদারের সভাপতিত্বে ও উপজেলা ভাইস চেয়ারম্যান শওকত আলী বাদলের পরিচালনায় সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ সভায় অংশগ্রহণ করেন। খাদেরগাঁও ইউনিয়ন পরিষদ কার্যালয়ে অনুষ্ঠিত ওই মতবিনিময় সভায় উপজেলা আওয়ামী লীগ সভাপতি এএইচএম গিয়াসউদ্দিন, সাধারণ সম্পাদক বিএইচ কবির আহমেদসহ বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
- Home
- চাঁদপুর
- মতলব দক্ষিণ
- সরকারের উন্নয়ন কর্মকান্ড জনগণের কাছে তুলে ধরুন: আলহাজ ওচমান গনি পাটওয়ারী