সরকারের একমাত্র সহযোগী সংস্থা রেড ক্রিসেন্ট সোসাইটি : জেলা পরিষদ চেয়ারম্যান


স্টাফ রিপোর্টার :
জেলা পরিষদ ও চাঁদপুর রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান আলহাজ ওচমান গনি পাটওয়ারী বলেছেন, বাংলাদেশ সরকারের একমাত্র সহযোগী সংস্থা রেড ক্রিসেন্ট সোসাইটি। সরকারি সিদ্ধান্তে সারাদেশে জেলা পরিষদ চেয়ারম্যানগণ স্ব স্ব ইউনিটের চেয়ারম্যানের দায়িত্ব লাভ করেছেন। চাঁদপুর রেড ক্রিসেন্ট সোসাইটির দায়িত্ব লাভের পর থেকে আমি এর সেবামূলক কার্যক্রমের পরিধি আরো বাড়াতে চেষ্টা করে যাচ্ছি। আশা করি, অচিরেই জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে যুব রেড ক্রিসেন্টের কার্যক্রম সচল করা যাবে। সে লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। তিনি গতকাল মঙ্গলবার সকালে চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে চাঁদপুর রেড ক্রিসেন্ট সোসাইটির ৪৫তম বার্ষিক সাধারণ সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন।
সভা পরিচালনা করেন ইউনিটের সাধারণ সম্পাদক এম এ মাসুদ ভূঁইয়া। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চাঁদপুর রেড ক্রিসেন্ট ইউনিটের কার্যকরী কমিটির সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম দুলাল পাটওয়ারী, ইউনিট সদস্য সুভাষ চন্দ্র রায়, ডা. একিউ রুহুল আমিন, মোহাম্মদ আলী জিন্নাহ পাটওয়ারী, তমাল কুমার ঘোষ, আজীবন সদস্য শহীদুল্লাহ মাস্টার, আ. হামিদ মাস্টার, হাবিবুর রহমান, ইকরাম চৌধুরী, আবু নছর বাচ্চু পাটওয়ারী, সোহেল রুশদী প্রমুখ। সভার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ইউনিট অফিসার আহম্মদ আলী। আজ বুধবার সকাল সাড়ে ১১টা পর্যন্ত সভা মূলতবী করা হয়েছে।