এস এম সোহেল
বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি বলেছেন, যে শিক্ষার্থী উচ্চ শিক্ষা নিবে না তারও কর্মসংস্থানের ব্যবস্থা নেয়া হচ্ছে। সরকার কারিগরি শিক্ষার উপর জোর দিচ্ছে। কোনো শিক্ষার্থী যে পর্যায়ে গিয়েই শিক্ষা বন্ধ করতে বাধ্য হন কিংবা সিদ্ধান্ত নেন যে তিনি আর উচ্চ শিক্ষা নেবেন না, তারও যেন কর্মসংস্থানের সুযোগ থাকে শিক্ষা পদ্ধতিতে সে ব্যবস্থা নেয়া হচ্ছে। শিক্ষার্থীরা ভাষা, গনিত, বিজ্ঞান ও আইসিটি বিষয়ে যেমনি দক্ষতা অর্জন করবে, তেমনি মনাবিকতা, দেশপ্রেম মূল্যবোধও শিখবে। গতকাল শনিবার সার্কিট হাউজে সাংবাদিকদের প্রশ্নের জাবাবে তিনি এসব কথা বলেন।
সার্কিট হাউজে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান, অতিরিক্ত পুলিশ সুপার মো. মিজানুর রহমান খান, ফরিদগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদুল ইসলাম রোমান, জেলা ছাত্রলীগের সভাপতি আতাউর রহমান পারভেজসহ দলীয় বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।
পরে দুপুরে চাঁদপুর সদর উপজেলা পরিষদের হল রুমে শিক্ষামন্ত্রীর স্বেচ্ছাধীন তহবিলের অনুদানের চেক বিতরণ করা হয়। এসময় তিনি বলেন, এ তহবিলের টাকা খুবই সীমিত, বেশি হলে আরো অনেককে দেয়া যেতো। তাছাড়া এই টাকা দেয়ার ক্ষেত্রে নির্দিষ্ট একটা সীমা আছে। এ কারণে এ বছর অনেককেই দিতে পারছি না। পর্যায়ক্রমে এটি দেয়া হবে। এখান থেকে প্রায় ১শ’ জনের তালিকা দেয়া হয়েছে। সেটি সংসদ সচিবালয় থেকে দু’টি কিস্তিতে ভাগ করা হয়েছে। আজ ৩৯ জনকে প্রথম কিস্তির চেক দেয়া হয়েছে। পরবর্তীতে দ্বিতীয় কিস্তির চেক দেয়া হবে।
সদর উপজেলা পরিষদের নির্বাহী অফিসার কানিজ ফাতেমার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র নাছির উদ্দিন আহম্মেদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জাহেদ পারভেজ চৌধুরী, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী, মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা সুলতানা, সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সাজেদা বেগম পলিন, সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. নাসিম উদ্দিনসহ আরো অনেকে।
৭ জুলাই, ২০১৯।