সস্ত্রীক হজে গেলেন ইলশেপাড়ের বিশেষ প্রতিনিধি এসএম চিশতী

স্টাফ রিপোর্টার
সস্ত্রীক হজে গেলেন দৈনিক ইলশেপাড়ের বিশেষ প্রতিনিধি ও উপজেলা সাংবাদিক কল্যাণ সমিতির সভাপতি অধ্যাপক এসএম চিশতী। গতকাল রোবরাত রাতে তিনি স্ত্রীসহ হজ পালনের উদ্দেশে বাংলাদেশ বিমানের বিজি-৩০৪৭ ফ্লাইটে সৌদি আরবে যাত্রা করেন। এছাড়া তার সাথে হজে যাচ্ছেন বড় বোন আফরোজা আক্তার, খালাতো বোন ফাতেমা আক্তার এবং ভগ্নিপতি নিজাম উদ্দিন।
পবিত্র হজের পালনে মক্কা ও মদীনা শরিফ ৪৫ দিন অবস্থান করবেন তারা এবং আগামি ৩ সেপ্টেম্বর বাংলাদেশ বিমান বিজি-৩৮৪৪ ফ্লাইটে বাংলাদেশে আসবেন। পবিত্র হজের সব কাজ সহজভাবে পালনে সহকর্মী, আত্মীয়-স্বজন, বন্ধু, সুধীজনের কাছে দোয়া কামনা করেছেন এসএম চিশতী।

২২ জুলাই, ২০১৯।