যে কোন বিষয়ে আমাকে জানালে তাৎক্ষণিক ব্যবস্থা নেবো
—————–পুলিশ সুপার
এস এম সোহেল
চাঁদপুরের স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন পুলিশ সুপার মো. জিহাদুল কবির। গতকাল সোমবার সকাল ১১টায় পুলিশ সুপার কার্যালয় সম্মেলন কক্ষে মতবিনিময় সভায় মো. জিহাদুল কবির বলেন, এটি কোন প্রেস কনফারেন্স নয়, এটি হলো চা চক্রের মাধ্যমে সাংবাদিকদের সাথে মতবিনিময়। নির্বাচনী ইশতেহারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে মাদক ও দুর্নীতিবাজ মুক্ত করার বাংলাদেশ ঘোষণা দিয়েছিলেন। আমরা প্রধানমন্ত্রীর সেই ইশতেহার বাস্তবায়নে কাজ করছি।
তিনি বলেন, চাঁদপুর হলো বর্তমান আইজিপি জাবেদ পাটওয়ারী স্যারের নিজ এলাকা। এটিকে সম্পূর্ণভাবে মাদক, সন্ত্রাসসহ সকল অন্যায় অপরাধ মুক্ত করা আমাদের দায়িত্ব ও কর্তব্য। আপনারা যারা সংবাদপত্র ও টিভি মিডিয়ার সাথে সম্পৃক্ত আপনাদের শক্তি ও অংশগ্রহণ আমি প্রত্যাশা করছি। আমি চাই চাঁদপুর জেলাকে ট্রাক্টর মুক্ত করতে। ট্রাক্টরের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। যেখানে ট্রাক্টর পাওয়া যাচ্ছে তা ধরে পুলিশ লাইনে এনে রাখা হয়েছে। আপনারা মফস্বলের সাংবাদিকদের অবগত করবেন রাস্তায় ট্রাক্টর দেখলে যেন আমাকে অবগত করে। আমি তাৎক্ষণিক ট্রাক্টরের বিরুদ্ধে ব্যবস্থা নিব।
তিনি আরো বলেন, ওপেন হাউজ ডে সব সময় ওপেন করা হয়। এতে তথ্য গোপনের কিছু নেই। যা কিছু আলোচনা করা হয় তা উন্মুক্তভাবে আলোচনা করা হয়। আমি চাঁদপুরের স্থানীয় পত্রিকা থেকে অনেক তথ্য পেয়ে থাকি। একটি স্থানীয় পত্রিকা থেকে আমি জানতে পারি, শহরের লঞ্চ টার্মিনাল এলাকায় সিএনজি ও অটোরিক্সা চালকদের দৌরাত্ম্যের শিরোনামে সংবাদটি। আমরা নির্দেশ দিয়েছি এই লঞ্চ টার্মিনাল ঘাটে যেন যাত্রী হয়রানির শিকার না হয়। সেজন্য গতকাল চাঁদপুর সদর সার্কেল এএসপি’র নেতৃত্বে স্থানটি পরিদর্শন করা হয়েছে। চাঁদপুর নৌ পুলিশের সহায়তা নিয়ে আমরা লঞ্চ টার্মিনাল ঘাট এলাকায় যাত্রী হয়রানি রোধে অভিযান চালানো হবে। আমরা ওই স্থানে সিএনজি স্কুটার ও অটোবাইকের ভাড়া নির্ধারণ করে দেব।
পুলিশ সুপার বলেন, আমি আগে যেই জেলাতে কাজ করেছি সেখানে নিজে দূরের যাত্রাগুলোতে গাড়ি চালাতাম। কিন্তু চাঁদপুরে যোগদানের পর একদিন সন্ধ্যায় গাড়ি চালাতে গিয়ে সিএনজি স্কুটার ও অটো বাইকের যানজটে পড়ে গাড়ি চালাতে পারিনি। এ পর্যন্ত আমি ১ ঘণ্টার জন্যও চাঁদপুরে গাড়ি চালাইনি। আমি আগের অফিসারদের মতো চাঁদপুরে গরিবের জন্য পুলিশিং কার্যক্রমের মাধ্যমে তারা যেন আমার সাথে কথা বলতে পারে তা চালুর চেষ্টা করছি। চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নে মান্দারী এলাকায় পুলিশ তদন্ত কেন্দ্র করার জন্য প্রস্তাবনা পাঠানো হয়েছে। এই স্থানে তদন্ত কেন্দ্র করা হলে ৪টি ইউনিয়নের মানুষ আইনী সহায়তা পাবে।
সাংবাদিকরা বলেন, রাস্তায় ট্রাক্টরের কারণে সাংবাদিকদের রক্ত ঝড়েছে। চাঁদপুর সদর উপজেলার হানারচর, চান্দ্রা, রামপুর, মৈশাদী, শাহমাহমুদপুরসহ বিভিন্ন ইউনিয়নে ইট ভাটা ও বালু মহলের কারণে এখনো ট্রাক্টর চলাচল করছে। এদের প্রতিহত করা প্রয়োজন। চাঁদপুর মডেল থানায় প্রতি মাসে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হলেও প্রকৃত সাংবাদিকরা এর কোন দাওয়াতই পাচ্ছে না। বাবুরহাটে বিপ্লব মাল নামে এক মাদক স¤্রাটকে তার সঙ্গীসহ আটক করা হয়। কিন্তু অজ্ঞাত কারণেই ডিবি পুলিশ বিপ্লব মালকে ছেড়ে দিয়ে সহযোগীদের মাদক মামলায় জেলে পাঠিয়েছে। গত কয়েকদিন আগে যে ৪৮ জন মাদকসেবী আত্মসমর্পণ করেছে তাদের কীভাবে মনিটনিং করা হচ্ছে সেই বিষয়েও প্রশ্ন তোলা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার মো. মিজানুর রহমানের পরিচালনায় বক্তব্য রাখেন চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ মো. নাসিম উদ্দিন, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি শহীদ পাটওয়ারী, সাধারণ সম্পাদক লক্ষন চন্দ্র সূত্রধর, সাবেক সভাপতি ইকরাম চৌধুরী, শাহ্ মো. মাকসুদুল আলম, বিএম হান্নান, শরীফ চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক রহিম বাদশা, সোহেল রুশদী, জিএম শাহীন, ইনডিপেনডেন্ট টিভি চাঁদপুর প্রতিনিধি আব্দুল আউয়াল রুবেল, দৈনিক মানবকণ্ঠের জেলা প্রতিনিধি শাহাদাত হোসেন শান্ত, মাইটিভি চাঁদপুর প্রতিনিধি মুনোয়ার কানন, ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি এ কে আজাদ, সাধারণ সম্পাদক তালহা জুবায়ের, দৈনিক মতলবের আলোর ভারপ্রাপ্ত সম্পাদক কেএম মাসুদ প্রমুখ।
এর আগে পুলিশ সুপার মো. জিহাদুল কবির চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি শহীদ পাটওয়ারী, সাধারণ সম্পাদক লক্ষন চন্দ্র সূত্রধরকে পৃথকভাবে ফুলেল শুভেচ্ছা জানান। চাঁদপুর প্রেসক্লাব নেতৃবৃন্দ পুলিশ সুপার মো. জিহাদুল কবিরকে পুরস্কৃত হওয়ায় ফুলেল শুভেচ্ছা জানান।