স্টাফ রিপোর্টার
চাঁদপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক আহসানুজ্জামান মন্টু ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি….রাজিউন)। বুধবার (১২ ফেব্রুয়ারি) ভোর ৬টার দিকে ঢাকার বাসায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে ও ২ মেয়েসহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তিনি দীর্ঘদিন বার্ধক্যজনিত কারণে নানা রোগে আক্রান্ত ছিলেন।
অধ্যাপক আহসানুজ্জামান মন্টু ১৯৭৪ সালে দৈনিক আজাদ পত্রিকার মাধ্যমে সাংবাদিকতা শুরু করেন। ১৯৭৬ সালে দি বাংলাদেশ টাইমস পত্রিকার চাঁদপুর মহকুমা প্রতিনিধি নিযুক্ত হন। তিনি ১৯৮৪ সাল থেকে বাংলাদেশ বেতারের চাঁদপুর প্রতিনিধি হিসেবে কাজ করেন। তিনি ১৯৮৪-৮৫, ১৯৯৭-২০০১ এবং ২০০৮ সালে চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। সাংবাদিকতার পাশাপাশি শাহতলী জিলানী চিশতি কলেজ ও পুরাণবাজার ডিগ্রি কলেজে দীর্ঘদিন শিক্ষকতা করেছেন তিনি।
অধ্যাপক আহসানুজ্জামান মন্টুর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন চাঁদপুর প্রেসক্লাব সভাপতি রহিম বাদশা ও সাধারণ সম্পাদক কাদের পলাশ। তারা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানান।
১৩ ফেব্রুয়ারি, ২০২৫।