মো. নূরে আলম খান
চাঁদপুর সদর উপজেলার মুন্সীরহাট বাজারের সুনামধন্য পল্লী চিকিৎসক মরহুম মো. মালু মিয়ার স্ত্রী এবং দৈনিক ইলশেপাড়ের স্টাফ রিপোর্টার ডি কে সোলায়মানের মা খাতুন বিবি ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে….রাজিউন)। গত মঙ্গলবার (৯ আগস্ট) বিকেল ৫টায় চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের হাসাদী গ্রামের বাড়িতে তিনি বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন। খাতুন বিবি মৃত্যুকালে ১ ছেলে ও ২ মেয়ে ও অসংখ্য আত্মীয়-স্বজন রেখে যান।
মরহুমার জানাজা মঙ্গলবার (১০ আগস্ট) সকাল ৮টায় পশ্চিম খেরুদিয়া আল-জামেয়াতুল ফোরকানিয়া আল ফারুকিয়া ও এতিমখানা মাঠে অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন মাদ্রাসার শিক্ষা সচিব মাওলানা মিজানুর রহমান। জানাজা শেষে খেরুদিয়ায় মৃত আলহাজ হারুনুর রশিদ খানের গণকবরস্থানে মরহুমাকে দাফন করা হয়।
জানাজায় উপস্থিত ছিলেন চাঁদপুরের বিশিষ্ট ব্যবসায়ী দেলোয়ার হোসেন মিয়াজী, শহীদ উল্লাহ মাস্টার, শুক্কুর জমাদার, মোফাজ্জল হোসেন জমাদার, আব্দুল খালেক মোল্লা, জিয়াউর রহমান প্রধানীয়া, আক্তার হোসেন বকাউল, ফারুক হোসেন বকাউল, আলমগীর, মরহুমার একমাত্র ছেলে সাংবাদিক ডিকে সোলায়মানসহ এলাকার ধর্মপ্রাণ মুসল্লিরা।
মরহুমা খাতুন বিবির মৃত্যুতে দৈনিক ইলশেপাড়ের পক্ষ থেকে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ও গভীর শোক জ্ঞাপন করা হয়।
উল্লেখ্য, বাবার মৃত্যুর ঠিক ১ বছরের মাথায় মাকে হারালেন দৈনিক ইলশেপাড়ের স্টাফ রিপোর্টার ডি কে সোলায়মান। তার বাবা পল্লী চিকিৎসক মো. মালু মিয়া গত বছরের ৮ আগস্ট মারা যান। পল্লী চিকিৎসক মো. মালু মিয়া মুন্সীরহাট বাজারে ডিকে ফার্মেসীতে সুনামের সাথে দীর্ঘ ৬০ বছর ঐ এলাকার লোকজনদের চিকিৎসা সেবা দিয়ে আসছেন। সেই সুনাম ধরে রাখতে বাবার আসনে দায়িত্ব নেন তার ছেলে সাংবাদিক ডি কে সোলায়মান। তিনি বাবার সুনাম অক্ষুণ্ন রাখতে সবার কাছে দোয়া এবং সহযোগিতা কামনা করেন।
১১ আগস্ট, ২০২১।
- Home
- চাঁদপুর
- মতলব দক্ষিণ
- সাংবাদিক ডিকে সোলাইমানের মায়ের দাফন সম্পন্ন