মতলব দক্ষিণ ব্যুরো
দৈনিক ইল্শেপাড় ও দৈনিক আমাদের সময়ের মতলব দক্ষিণ প্রতিনিধি রোটারিয়ান সাংবাদিক মাহফুজ মল্লিকের ছেলে মো. রিফাতুল ইসলাম স্ট্যান্ডার্ড এডুকেয়ার একাডেমী থেকে জিপিএ-৫ পেয়েছে। বর্তমানে সে মতলব জে.বি সরকারি পাইলট উ”চ বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণিতে অধ্যায়নরত। তার মা রোকেয়া বেগম গ”হিনী। এক ভাই এক বোনের মধ্যে ইশান বড়। ছোট বোন উম্মে হাবিবা মদিনা স্ট্যান্ডার্ড ট্যালেন্ট একাডেমীর প্রথম শ্রেণির ছাত্রী।
ইশান মল্লিকের ভালো ফলাফলের জন্য একাডেমীর সব শিক্ষক-শিক্ষিকা ও তার বাবা-মায়ের প্রতি কৃতজ্ঞতা জানান। ভবিষ্যতে সে একজন ডাক্তার হতে আগ্রহী। তাই সবার কাছে আন্তরিকভাবে দোয়া কামনা করেছেন।
- Home
- চাঁদপুর
- মতলব দক্ষিণ
- সাংবাদিক মাহফুজ মল্লিকের ছেলে ইশান মল্লিক জিপিএ-৫ পেয়েছে